Babar Azam: ‘কোহলির ৫০ ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবে বাবর’, বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার
ক্রিকেট বিশ্বে এখন বিরাট আলোচনা চলছে কোহলিকে নিয়ে। ওয়াঘার ওপারেও বিরাট কোহলিকে নিয়ে কম আলোচনা হচ্ছে না। কিউয়িদের বিরুদ্ধে সেমিফাইনালে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ওডিআইতে সব চেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। এখন ওডিআইতে কোহলির নামে রয়েছে ৫০টি শতরান। এক প্রাক্তন পাক ক্রিকেটার এ বার বলেছেন বিরাট কোহলির ৫০টি ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেন বাবর আজম।
লাহোর: বিশ্বকাপ (ICC World Cup 2023) শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে। অপেক্ষার আর ২টো দিন। রবিবার আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল। সেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ১০ দলের বিশ্বকাপ শেষের পথে। ক্রিকেট বিশ্বে এখন বিরাট আলোচনা চলছে কোহলিকে নিয়ে। ওয়াঘার ওপারেও বিরাট কোহলিকে নিয়ে কম আলোচনা হচ্ছে না। কিউয়িদের বিরুদ্ধে সেমিফাইনালে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ওডিআইতে সব চেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এখন ওডিআইতে কোহলির নামে রয়েছে ৫০টি শতরান। এক প্রাক্তন পাক (Pakistan) ক্রিকেটার এ বার বলেছেন বিরাট কোহলির ৫০টি ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেন বাবর আজম। কে বললেন এ কথা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের এক নিউজ চ্যানেলে এক শোতে প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমল জানান, তিনি মনে করেন বিরাটের ৫০টি ওডিআই শতরানের রেকর্ড ভেঙে দিতে পারেন বাবর। অবশ্য এই বিষয়ে কামরান আকমল সদ্য প্রাক্তন পাক নেতা বাবরের পাশাপাশি শুভমন গিলের নামও উল্লেখ করেন। তাঁর কথায়, ‘বিরাটের ৫০ ওডিআই সেঞ্চুরির রেকর্ড টপ অর্ডারের ৩ ক্রিকেটার ভাঙতে পারে। মিডল অর্ডারের ব্যাটাররা তা করতে পারবে না। আমাদের বাবর আজম এটা করতে পারে। টপ তিনে খেলে ওদের কাছে শুভমন গিল আছে। এই রেকর্ড ও তাড়া করতে পারে।’
বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হয়েছে। দেশে ফিরে পাকিস্তানের নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। শুধু ব্যাটিংয়ে মনোযোগী হতে চান বাবর। ২০১৫ সাল থেকে পাকিস্তানের হয়ে ওডিআইতে খেলছেন বাবর আজম। এখনও অবধি দেশের হয়ে ১১৭টি ওডিআইতে খেলেছেন বাবর। তাতে করেছেন ১৯টি শতরান। বিরাটের ৫০টি ওডিআই শতরান থেকে এখন অবশ্য অনেকটাই দূরে রয়েছেন বাবর।
উল্লেখ্য, ২০১৯ সালে শুভমন গিলের আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ডেবিউ হয়েছিল। এখনও অবধি তিনি ভারতের হয়ে ৪৩টি ম্যাচে খেলেছেন। তাতে করেছেন ৬টি সেঞ্চুরি। শুভমনের আন্তর্জাতিক কেরিয়ার সবে শুরু হয়েছে। কোহলির মতো লম্বা সফর জারি রাখলে এই রেকর্ডের কাছে তিনি পৌঁছে যেতেই পারেন।