Ravichandran Ashwin: ভারতে বিশ্বকাপ খেলতে না আসার হুমকি, পাকিস্তানকে জবাব দিলেন অশ্বিন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 07, 2023 | 1:53 AM

ODI World Cup 2023-Pakistan: পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের যে হুঁশিয়ার, সেটিও কোনও ভাবেই সম্ভব নয়। বিশ্বকাপ আইসিসি-র টুর্নামেন্ট। খেলতে না এলে বড়রকমের শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে। হতে পারে আর্থিক জরিমানাও।

Ravichandran Ashwin: ভারতে বিশ্বকাপ খেলতে না আসার হুমকি, পাকিস্তানকে জবাব দিলেন অশ্বিন
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি : এশিয়া কাপের ভেনু নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে। পাকিস্তানে হওয়ার কথা এ বারের এশিয়া কাপ। যা কোনওমতেই সম্ভব নয়। এশিয়া কাপের আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পরই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে যাবে না ভারত। সদ্য় বাহরিনে এশিয়া কাপ নিয়ে বৈঠকে বসেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তা এবং বিভিন্ন বোর্ডের সদস্য়রা। সেখানে নানা সিদ্ধান্ত হলেও, এশিয়া কাপের ভেনু চূড়ান্ত হয়নি। তবে ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাতেও পরিস্কার করে দিয়েছেন, ভারত কোনও মতেই পাকিস্তানে খেলতে যাবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান থাকাকালীন রামিজ রাজাও বলেছিলেন, ভারত যদি এশিয়া খেলতে পাকিস্তানে না যায়, তাহলে পাকিস্তানও একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাতে এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি। পাকিস্তানের হুঁশিয়ারির জবাব দিলেন ভারতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বিস্তারিত TV9Bangla-য়।

অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল। ভারত আগেই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে এশিয়া কাপ হলে যাবে না ভারতীয় দল। সুতরাং, পাকিস্তানের যদি মনে হয় এশিয়া কাপে ভারতকে প্রয়োজন, তাহলে ভেনু পরিবর্তন করুক। আর ভারতে খেলতে না আসার এমন হুঁশিয়ারি ওরা আগেও দিয়েছে। যখন আমরা বলি, ওখানে খেলব না, পাল্টা বলে। এ বারও পাকিস্তান বলছে, ভারতে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে আসবে না। যদিও আমি মনে করি, এটা পাকিস্তানের পক্ষে করা সম্ভব নয়।’

এশিয়া কাপ শেষ অবধি কোথায় হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে মার্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। ভারতকে ছাড়া এশিয়া কাপ যে সম্ভব নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা খুব ভালোই জানে। তার উপর সেখানকার পরিস্থিতি নিয়ে ঝুঁকি নিতে নারাজ অন্য় দেশও। কিছুদিন আগে পেশোয়ারে বোমা বিস্ফোরণ, একদিন আগেই কোয়েটায় পিএসএল-এর একটি প্রদর্শনী ম্য়াচের সময়ও বিস্ফোরণ হয়। ক্রিকেটাররা প্রাণে বেঁচেছেন। এমন পরিস্থিতিতে ভারত কেন, কোনও দেশই পাকিস্তানে খেলতে যাওয়ার ঝুঁকি নিতে চাইবে না।

পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের যে হুঁশিয়ার, সেটিও কোনও ভাবেই সম্ভব নয়। বিশ্বকাপ আইসিসি-র টুর্নামেন্ট। খেলতে না এলে বড়রকমের শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে। হতে পারে আর্থিক জরিমানাও। অশ্বিন আরও যোগ করেন, ‘এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হয়তো শ্রীলঙ্কায় করা হতে পারে এশিয়া কাপ। ৫০ ওভারের বিশ্বকাপের জন্য় এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এর আগে অনেক টুর্নামেন্টই দুবাইতে স্থানান্তরিত হয়েছে। এশিয়া কাপ শ্রীলঙ্কায় হলেও খুশি হব।’

Next Article