Naseem Shah: পুরো বিশ্বকাপেই নেই নাসিম! স্ক্যান রিপোর্টে অস্বস্তিতে পাকিস্তান
Asia Cup 2023, Pakistan Cricket: শাহিন আফ্রিদি-নাসিম শাহ-হ্যারিস রউফ। যে কোনও প্রতিপক্ষের আতঙ্কের কারণ হয়ে উঠেছিল পেসত্রয়ী। বিশ্বকাপে পাকিস্তানকে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল এই কারণেই। এশিয়া কাপে নাসিম শাহর চোট পাকিস্তান শিবিরে বিরাট ধাক্কা দিয়েছে। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ডান কাঁধে চোট পেয়েছিলেন নাসিম। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, বিশ্বকাপে কয়েকটা ম্যাচে তাঁকে নাও পাওয়া যেতে পারে। স্ক্যান রিপোর্টে আরও অস্বস্তিতে পাকিস্তান।
কলম্বো: অক্টোবরের শুরুতে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে পাকিস্তান ক্রিকেট দলে অস্বস্তির পরিবেশ। ক’দিন আগেও তারা ছিল বিশ্বের এক নম্বর টিম। এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পাকিস্তানের পেসত্রয়ী। শাহিন আফ্রিদি-নাসিম শাহ-হ্যারিস রউফ। যে কোনও প্রতিপক্ষের আতঙ্কের কারণ হয়ে উঠেছিল পেসত্রয়ী। বিশ্বকাপে পাকিস্তানকে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল এই কারণেই। কিন্তু এশিয়া কাপে নাসিম শাহর চোট পাকিস্তান শিবিরে বিরাট ধাক্কা দিয়েছে। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ডান কাঁধে চোট পেয়েছিলেন নাসিম। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, বিশ্বকাপে প্রথম কয়েকটা ম্যাচে তাঁকে নাও পাওয়া যেতে পারে। তবে স্ক্যান রিপোর্ট আরও অস্বস্তিতে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপে চোটের পরই নাসিম শাহকে দুবাই নিয়ে যাওয়া হয়। সেখানেই স্ক্যান করা হয় তাঁর। পাকিস্তান অধিনায়ক বাবর আজম স্ক্যানের আগে জানিয়েছিলেন, বিশ্বকাপে শুরুর দিকে নাসিম পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্ক্যান রিপোর্ট আরও অস্বস্তিতে ফেলছে টিম ম্যানেজমেন্টকে। রিপোর্ট অনুযায়ী পুরো বিশ্বকাপেই পাওয়া যাবে না নাসিম শাহকে। আরও একবার নাসিম শাহর স্ক্যান করানো হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতেও পরিস্থিতি খুব একটা বদলাবে বলেও আশাবাদী নয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
প্রাথমিক স্ক্যান রিপোর্টে যদি বদল না হয়, আরও বড় অস্বস্তি অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। পুরো বিশ্বকাপই শুধু নয়, এক বছরের জন্যও ছিটকে যেতে পারেন নাসিম শাহ। ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ রয়েছে পাকিস্তানের। সেখানেও পাওয়া যাবে না নাসিমকে। খুব তাড়াতাড়িই হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকারি ভাবে নাসিমের বিষয়ে জানিয়ে দেবে। তাঁর পরিবর্ত হিসেবে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হতে পারে জামান খানের। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয়েছে স্লিং অ্যাকশনের এই পেসারের।