কলকাতা : পাকিস্তান কি আদৌ ভারতে ওডিআই বিশ্বকাপ খেলতে আসবে? এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি। বিশ্বকাপ ভেনুগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে পাকিস্তানের তরফে সিকিউরিটি টিম পাঠানো হবে। আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাবর আজমদের ওডিআই বিশ্বকাপ খেলা নির্ভর করছে সেদেশের সরকারের উপর। পিসিবির তরফে চিঠি দিয়ে অনুমতি চাওয়া হয়েছে। এরই মাঝে শোরগোল ফেলে দিলেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। ভারতে এসে পাকিস্তানের বিশ্বকাপ (Pakistan Cricket) খেলা নিয়ে আপত্তি জানিয়েছেন পাক ক্রীড়ামন্ত্রী। তিনি বলেছেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান’। তবে একটি শর্তও রেখেছেন তিনি। সেই শর্ত পূরণ হলে তবেই পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসার অনুমতি পাবে। বাবর আজমদের বিশ্বকাপ খেলা পুরোপুরি নির্ভর করছে সরকারের উপর। খোদ ক্রীড়ামন্ত্রী মন্তব্যে বাবরদের বিশ্বকাপ (Cricket World Cup 2023) খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা। বিস্তারিত জানুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
তাঁর শর্ত, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তান না আসে তাহলে বাবর আজমরাও বিশ্বকাপ খেলতে যাবে না। মাজারি বলেছেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার মন্ত্রালয়ের অধীনে পড়ে। আর আমার দাবি এটাই যে, যেভাবে এশিয়া কাপ নিউট্রাল ভেনুতে হচ্ছে সেভাবে আমাদেরও বিশ্বকাপ নিরপেক্ষ ভেনুতে খেলা উচিত।” এহসান মাজারি এই বক্তব্য এসেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি সিদ্ধান্তের পর। পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে একটি হাই প্রোফাইল কমিটি গড়া হচ্ছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন বিলাওয়াল ভুট্টো জারদারি। এছাড়া আরও ১১ জন মন্ত্রী এই কমিটির অংশ হবেন। নিজেদের মধ্যে আলোচনা করে বৈঠকের নির্যাস প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেবে এই কমিটি। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাক প্রধানমন্ত্রী। অর্থাৎ, এহসান মাজারি তাঁর ব্যক্তিগত মত রাখলেও সেটাই চূড়ান্ত নয়।
মাজারি জানিয়েছেন, আগামী সপ্তাহে বৈঠকের রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। এরই মাঝে পিসিবির নয়া চেয়ারম্যান জাকা আশরফ আইসিসির সঙ্গে বৈঠকের জন্য দক্ষিণ আফ্রিকা রওনা দেবেন। ওই মিটিংয়ে থাকবেন বিসিসিআই সচিব জয় শাহ যিনি এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান। বৈঠকে বিশ্বকাপ ও এশিয়া কাপের ভেনু নিয়ে আলোচনা হবে।