Haider Ali: স্টাম্প নাকি রানআউট! পাক ব্যাটারের হাস্যকর আউট, রইল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 08, 2023 | 4:55 PM

Vitality Blast T20 Cricket: কিপার অ্যালেক্স ডেভিস বল কালেক্ট করে উইকেটে লাগানোর ভান করেন, যদিও হায়দর ক্রিজে থাকায় উইকেট ভাঙেননি ডেভিস। কিপারের হাতে বল থাকা সত্ত্বেও হঠাৎই রান নিতে দৌঁড়োন হায়দর আলি।

Haider Ali: স্টাম্প নাকি রানআউট! পাক ব্যাটারের হাস্যকর আউট, রইল ভিডিয়ো
Image Credit source: Twitter

Follow Us

ডার্বিশায়ার : টেস্ট ক্রিকেটে মডার্ন ডে গ্রেট স্টিভ স্মিথের ব্রেন ফেড মুহূর্ত মনে পড়ে! ভারতের বিরুদ্ধে ২০১৭ সালের সেই ঘটনা আজও আলোচনা হয়। পুনে টেস্টে লেগ বিফোর হওয়ার পর ড্রেসিংরুমের দিকে ইশারা করেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। রিভিউ নেবেন কিনা জানতে চান। যা দেখে তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি দ্রুত আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। কোনও ব্যাটার রিভিউ নেবেন কিনা, তা একমাত্র নন স্ট্রাইকারে তাঁর সঙ্গীকেই জিজ্ঞাসা করতে পারেন। স্টিভ স্মিথ সোজা ড্রেসিং রুমে ইশারা করেন। পরে সাংবাদিক সম্মেলনে স্মিথ বলেছিলেন, তাঁর ব্রেন ফেড হয়েছিল। সেই মুহূর্তে মাথা কাজ করছিল না। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে এমনই ব্রেন ফেড মুহূর্ত দেখা গেল। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে অনেক বিদেশি ক্রিকেটারই খেলেন। পাকিস্তানের তরুণ ব্যাটার হায়দর আলি তাঁদেরই একজন। ডার্বিশায়ারের হয়ে খেলেন হায়দর। ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে তাঁর আউটের ধরন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ঠিক কী ঘটেছিল! ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে রান তাড়ায় ৪৮ রানে ব্যাট করছিলেন হায়দর আলি। একাদশ ওভারে বোলিংয়ে বাঁ হাতি স্পিনার ড্যানি ব্রিগস। অফ স্টাম্পের বাইরের বল। স্টেপ আউট করলেও বলের লাইন মিস করেন হায়দর। ওয়ারউইকশায়ারের উইকেট কিপার অ্যালেক্স ডেভিস বল কালেক্ট করলেও ততক্ষণে ক্রিজে ঢুকে পড়েছেন হায়দর। তারপরই সেই কান্ড।

কিপার অ্যালেক্স ডেভিস বল কালেক্ট করে উইকেটে লাগানোর ভান করেন, যদিও হায়দর ক্রিজে থাকায় উইকেট ভাঙেননি ডেভিস। কিপারের হাতে বল থাকা সত্ত্বেও হঠাৎই রান নিতে দৌঁড়োন হায়দর আলি। সে সময়ই তাঁকে স্টাম্প আউট করেন ডেভিস। এই আউটের ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য। কেউ বা বলছেন, মদ্যপান করে ছিলেন পাকিস্তান ব্যাটার, কেউ বা বলছেন, তাঁর কেরিয়ার হাইলাইটস। আবার একজন লিখেছেন, ব্রেন-ফেড। আরও একটি মন্তব্য, সেন্স এবং হায়দর আলি দুটো ভিন্ন শব্দ, একই বাক্যে ব্যবহার করা যায় না!

Next Article