নয়াদিল্লি: ২২ গজে ফের মুখোমুখি হতে চলেছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও শোয়েব আখতার (Shoaib Akhtar)। ক্রিকেট প্রেমীরা ফের দেখতে পাবেন মাস্টার ব্লাস্টার বনাম রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের দ্বৈরথ। কিন্তু কীভাবে? আসলে চলতি বছরের সেপ্টেম্বরে বাইশ গজে ভারত-পাক দ্বৈরথ হবে। এশিয়া কাপের মঞ্চে তো ভারত-পাক (India vs West Indies) মহারণ থাকছেই। এর বাইরেও যুযুধান ২ দলের লড়াই হবে। তা প্রাক্তনীদের বিশেষ টুর্নামেন্টে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলা প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে হয় ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ নামের এক টুর্নামেন্ট। সেখানে প্রথম বার অংশ নিতে চলেছে পাকিস্তান। চলতি বছরের সেপ্টেম্বরে এই টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে। এখনও অবধি এই টুর্নামেন্টের ২টি সংস্করণ ভারতেই অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এ বারের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের আসর বসবে ভারতের বাইরে। ESPNcricinfo এর খবর অনুযায়ী ২০২৩ সালের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। এবং তার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সম্মতিও জানিয়েছে।
২০২৩ সালের এই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয় মরসুমের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গিয়েছে সেপ্টেম্বরের শুরু থেকে প্রায় তিন সপ্তাহ ধরে এই টুর্নামেন্ট হবে। এ বারের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ৯টি দল অংশ নিতে চলেছে। ২০২০ সালের মার্চে প্রথম মরসুমে ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দল অংশগ্রহণ করেছিল। সে বার ৪টি ম্যাচ খেলার পর করোনার কারণে টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছিল। এরপর ২০২১ সালের মার্চে প্রথম সংস্করণের বাকি ম্যাচগুলি হয়। ২০২১ সালে অস্ট্রেলিয়া করোনা সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। সে বার এই টুর্নামেন্টে যোগ দেয় ইংল্যান্ড ও বাংলাদেশ।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ২০২২ সালে মোট ৮টি দল খেলেছিল। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই টুর্নামেন্টের প্রথম মরসুমে শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সচিন তেন্ডুলকরের ইন্ডিয়া লেজেন্ডস। এরপর দ্বিতীয় মরসুমেও শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া লেজেন্ডস। এ বার দেখার তৃতীয় মরসুমে কোন দল করে বাজিমাত।