আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর একাদশতম দিনে আবু ধাবিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান (Pakistan) এবং গেরহার্ড এরাসমাসের নামিবিয়া (Namibia)। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলেন মহম্মদ রিজওয়ানরা। ১৯০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় নামিবিয়া। পাক-বোলারদের দাপটে শেষ পর্যন্ত ৫ উইকেটের বিনিময়ে ১৪৪ রানে থামে ঈগলসরা। এই নিয়ে টানা ৪ ম্যাচে জিতল পাকিস্তান। শাহিনদের ঝুলিতে ৪ ম্যাচ জিতে এসেছে ৮ পয়েন্ট। এবং গ্রুপ-২ এর শীর্ষে রয়েছেন বাবররাই। পাশাপাশি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।
তবে রবিবার পাকিস্তান সুপার-১২-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে। পাকিস্তানের বিজয়রথ থামাতে পারল না নামিবিয়া। উল্টে আবু ধাবিতে আজ ২ পয়েন্ট তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল পাকিস্তান।
১৯০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান তোলে নামিবিয়া। যার সুবাদের ৪৫ রানে ম্যাচ জিতল পাকিস্তান। পাশাপাশি টুর্নামেন্টের সেমি ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান
Pakistan are through to the semis ?#T20WorldCup | #PAKvNAM | https://t.co/LOepIWiGnz pic.twitter.com/iX9UrG511o
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2021
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ স্কোরবোর্ডে তুলেছে নামিবিয়া। শেষ ৫ ওভারে নামিবিয়ার প্রয়োজন ৩০ বলে ৮৯ রান
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলেছে নামিবিয়া। ম্যাচ জিততে এখনও ঈগলসদের প্রয়োজন ৬০ বলে ১২০ রান
পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে নামিবিয়া তুলেছে ৩৪ রান। ম্যাচ জিততে ঈগলসদের এখনও প্রয়োজন ১৫৬ রান
৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে নামিবিয়া। স্টিফেন বার্ড ১৮ বলে ১৪ রান করেছেন এবং ক্রেগ উইলিয়ামস ১০ বলে ৬ রানে রয়েছেন।
স্টিফেন বার্ড এবং মিচেল ভ্যান লিঙ্গেন ওপেনিংয়ে নামলেন।
প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে বাবররা। ম্যাচ জিততে নামিবিয়ার প্রয়োজন ১৯০ রান।
A blazing batting display from Pakistan helps them to a score of 189/2 ?
Can Namibia chase this down?#T20WorldCup | #PAKvNAM | https://t.co/LOepIWiGnz pic.twitter.com/JeqLWQYbNK
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2021
নামিবিয়ার বিরুদ্ধে ১৮.৪ ওভারে ছয় মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন মহম্মদ রিজওয়ান।
Rizwan continues his stellar form ?#T20WorldCup | #PAKvNAM | https://t.co/LOepIWiGnz pic.twitter.com/tXK5DtUoVh
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2021
১৭ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ১৩৮ রান।
মহম্মদ রিজওয়ান ৪৪*, মহম্মদ হাফিজ ১৬*
খেলা বাকি ৫ ওভারের। উইকেটের খোঁজে থাকা নামিবিয়া ১৫তম ওভারে প্রথম সাফল্য পায়। ১৫তম ওভারের দ্বিতীয় বলে পাক নেতা বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন উইজি। ৭০ রান করে সাজঘরে ফেরেন বাবর। ১৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ১১৮
নামিবিয়ার বিরুদ্ধে ৩৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
Another brilliant half-century from the Pakistan skipper ?#T20WorldCup | #PAKvNAM | https://t.co/LOepIWiGnz pic.twitter.com/RDRXDr3H5P
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2021
খেলা বাকি ১০ ওভারের। দুই ওপেনারই এগিয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তান।
বাবর আজম রয়েছেন ৪৩ রানে। রিজওয়ান ব্যাট করছেন ১৬ রানে।
পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তান তুলেছে ২৯ রান। বাবর আজম ১৯ বল খেলে করছেন ২১ রান। মহম্মদ রিজওয়ান ১৭ বলে করেছেন ৮ রান।
৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। কোনও উইকেট না হারিয়ে বাবর আজমরা তুলেছেন ২৩ রান।
বাবর আজম ব্যাট করছেন ১৬ রানে। মহম্মদ রিজওয়ান রয়েছেন ৭ রানে
নামিবিয়ার বিরুদ্ধে শুরুতেই জ্বলে উঠল না বাবর-রিজওয়ানের ব্যাট। ৩ ওভারে মাত্র ৬ রান তুলেছে পাকিস্তান
পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান
নামিবিয়ার প্রথম একাদশ: স্টিফেন বার্ড, ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিঙ্গেন, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইজি, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান ও বেন শিঙ্কোনগো।
পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।
Pakistan win toss, elect to bat first.#PAKvNAM | #T20WorldCup pic.twitter.com/3y57IZJJSb
— Pakistan Cricket (@TheRealPCB) November 2, 2021
টসে জিতল পাকিস্তান।
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
Toss news from Abu Dhabi ?
Pakistan have won the toss and elected to bat. #T20WorldCup | #PAKvNAM | https://t.co/LOepIW15w1 pic.twitter.com/6Q34YJqH8K
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2021
The Pakistan team held morning and afternoon training sessions at the @ICCAcademy, a day before the #PAKvNAM fixture in @T20WorldCup.
Let's rewind their preparations.?#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/75eFLWcRJw
— Pakistan Cricket (@TheRealPCB) November 2, 2021