টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand) কে উইকেটে ৫ হারাল পাকিস্তান (Pakistan)। প্রথম ব্যাটিং করে ২০ ওভারে মাত্র ১৩৪ রান নিউজিল্যান্ডের। ৪ উইকেট নিলেন হ্যারিস রউফ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। তবে মাঝের ওভারে ম্যাচে ফেরে কিউইরা। কিন্তু শোয়েব মালিক ও আসিফ আলি বিশ্বকাপে দ্বিতীয় জয় এনে দিল পাকিস্তানকে।
৮ বল বাকি থাকতেই দ্বিতীয় জয়
১৮ ওভার শেষে ১২৬ রান পাকিস্তানের। শেষ ১২ বলে ম্যাচ জিততে চাই ৯ রান
১৫ ওভার শেষে ৯১ রান পাকিস্তানের। শেষ ৩০ বলে ম্যাচ জিততে চাই ৪৪ রান
প্রথম ১০ ওভার শেষে ৫৮ রান পাকিস্তানের। শেষ ৬০ বলে ম্যাচ জিততে চাই ৭৭ রান
A brilliant review from New Zealand ☝️
Fakhar Zaman is trapped lbw by Ish Sodhi.#T20WorldCup | #PAKvNZ | https://t.co/rpw034CkPm pic.twitter.com/frLlh5uVef
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021
২ ওভার শেষে ৯ রান পাকিস্তানের
দুরন্ত পাক বোলিং। ২০ ওভারে ১২৪ রানে আটকে গেল নিউজিল্যান্ড। ৪ উইকেট নিলেন হ্যারিস রউফ।
পাকিস্তানের বিরুদ্ধে চাপে নিউজিল্যান্ড। ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে কিউইদের রান ১০০
With 5⃣ overs to go, New Zealand are 100/4.
How many more runs will they score? ?#T20WorldCup | #PAKvNZ | https://t.co/rpw034CkPm pic.twitter.com/eybRgkZKUw
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021
রান আউট নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন
অর্ধেক ইনিংস শেষ নিউজিল্যান্ডের। প্রথম ৬০ বলে ৩ উইকেট হারিয়ে ৬০ রান কিউইদের
পাওয়ার প্লে শেষে নিউজিল্যান্ডের রান ৪২। রউফের বলে আউট হয়েছেন গাপ্টিল।
Sheer pace ?
Haris Rauf makes an immediate impact, bowling Guptill out for 17.#T20WorldCup | #PAKvNZ | https://t.co/rpw034kJXO pic.twitter.com/OZwsTsnFNi
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021
শারজায় মেডেন ওভার দিয়ে শুরু শাহিন আফ্রিদিরি
ভারতের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টস জিতল পাকিস্তান। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বাবর অজমের।