ICC ODI World Cup 2023: ভারতকে হারাতে পারলে, সাকিবদের ডিনার ডেটের অফার পাক অভিনেত্রীর

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 19, 2023 | 9:00 AM

Sehar Shinwar: ৭-০-এর রেকর্ড ভাঙতে গিয়ে ভারতের কাছে লজ্জাজনক ভাবে হেরেছেন বাবর আজমরা। সেই ঘা এখনও দগদগে। ভারতের বিরুদ্ধে হারের প্রতিশোধ নিতে হলে বাবরদের অপেক্ষা করতে হবে সেমি ফাইনাল অথবা ফাইনাল পর্যন্ত। তবে ভারতকে হারাতে পারে বাংলাদেশ। আজ, বৃহস্পতিবার ভারতের মুখোমুখি বাংলাদেশ। এ বার টিম ইন্ডিয়াকে হারাতে তাই বাংলাদেশকেই অস্ত্র বানাতে চান পাক অভিনেত্রী সেহর শিনওয়ারি।

ICC ODI World Cup 2023: ভারতকে হারাতে পারলে, সাকিবদের ডিনার ডেটের অফার পাক অভিনেত্রীর
সেহর শিনওয়ারি

Follow Us

নয়াদিল্লি: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটির সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। পাকিস্তানকে (Pakistan) ৭ উইকেটে হারিয়ে দিয়েছে বিরাট কোহলিরা। এই হার যেন কিছুতেই হজম করে উঠতে পারছে না পাকিস্তান। সেই ৭-০-এর রেকর্ড বোর্ড এখনও পরিবর্তন করা হল না পাকিস্তানের। ভারতকে (India) কোনও ভাবে হারাতে পারলে একটু হয়তো স্বস্তি পাবে পাকিস্তান। এ বার চিরশত্রু ভারতকে হারাতে তাই বাংলাদেশের উপর ভরসা রাখলেন এক পাকিস্তানি অভিনেত্রী। ভারতকে হারাতে পারলে বাংলাদেশী প্লেয়ারদের জন্য রয়েছে তাঁর ডিনার ডেটে যাওয়ার সুযোগও। এই প্রসঙ্গে কী বলছেন পাক অভিনেত্রী? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।

৭-০-এর রেকর্ড ভাঙতে গিয়ে ভারতের কাছে লজ্জাজনক ভাবে হেরেছেন বাবর আজমরা। সেই ঘা এখনও দগদগে। ভারতের বিরুদ্ধে হারের প্রতিশোধ নিতে হলে বাবরদের অপেক্ষা করতে হবে সেমি ফাইনাল অথবা ফাইনাল পর্যন্ত। তবে ভারতকে হারাতে পারে বাংলাদেশ। আজ, বৃহস্পতিবার ভারতের মুখোমুখি বাংলাদেশ। এ বার টিম ইন্ডিয়াকে হারাতে তাই বাংলাদেশকেই অস্ত্র বানাতে চান পাক অভিনেত্রী সেহর শিনওয়ারি। সামাজিক মাধ্য়ম X-এ তিনি লেখেন, “আমি কথা দিচ্ছি, যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারে তাহলে আমি নিজে ঢাকায় গিয়ে একজন বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে ফিশ ডিনার ডেটে যাব।”

 

নিজের দল না পারুক কিন্তু ভারতে কোনও ভাবে হারতে দেখতে চায় পাকিস্তান ভক্তরা। তাই বাংলাদেশের দিকেই তাকিয়ে তাঁরা। ভারতের কাছে হারার পর পাকিস্তানের খেলার ধরন, পরিকল্পনা, এমনকি বাবর আজদমের অধিনায়কত্ব সবই প্রশ্নের মুখে পড়েছে। ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় শাহিন আফ্রিদিরা। বাবরদের পরবর্তী পরীক্ষা ২০ অক্টোবর শুক্রবার। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অতীতের থেকে শিক্ষা নিয়ে অজিদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেন কি না বাবররা সেটাই এখন দেখার।

 

 

Next Article