নয়াদিল্লি : তিনি ক্রিকেটের কিং… তিনি রানমেশিন… বিশ্বজুড়ে তাঁর খ্যাতি… প্রতিপক্ষরাও যে কারণে তাঁর থেকে পরামর্শ নিতে পিছপা হন না। এই তিনি আর কেউ নন, বিরাট কোহলি (Virat Kohli)। একাধিক তরুণ ক্রিকেটারের আদর্শ কিং কোহলি। শুধু ভারতের ক্রিকেটাররাই নয়, বিরাট কোহলিকে অনুসরণ করেন বিদেশের একাধিক ক্রিকেটারও। কোহলির ভক্তর তালিকাটাও বিরাট লম্বা। বিরাটের বহু মূল্যবান পরামর্শ বদলে দিয়েছে একাধিক ক্রিকেটারের ভাগ্য। এই তালিকায় রয়েছেন ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) এক তারকা ক্রিকেটার। যিনি নিজে জানিয়েছেন, তাঁর কোনও প্রয়োজনে তিনি কোহলির সঙ্গে যোগাযোগ করলেই হয় মুশকিল আসান। তাঁর কথা শুনলে মনে হবে পাক ক্রিকেটেও অপরিহার্য বিরাট কোহলি। কে বলেছেন এমন কথা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
‘প্রয়োজন হলেই বিরাট ভাইয়া সাহায্যের হাত বাড়ায়’, বক্তা পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ। ওয়াঘার ওপার থেকে কোহলিকে প্রশংসায় ভরিয়েছেন শেহজাদ। ২০১৯ সালে শেষ বার পাকিস্তানের হয়ে শেহজাদকে খেলতে দেখা গিয়েছিল। এখন তিনি আর জাতীয় দলে সুযোগ পান না। পাক তারকার সঙ্গে বিরাট কোহলির মুখের আদলের মিল রয়েছে বলে অনেকেই তাঁদের মধ্যে তুলনা করেন। যদিও কোহলির সঙ্গে নিজের তুলনাতে নারাজ আহমেদ।
নাদির আলির পডকাস্টে বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে শেহজাদ আহমেদ জানান, তাঁরা একে অপরকে শ্রদ্ধা করেন। এবং কোনও রাখঢাক না করে পাক তারকা জানান, তাঁর যখনই সাহায্যের প্রয়োজন হয়েছে বিরাট এগিয়ে এসেছেন। যে কারণে প্লেয়ার হিসেবে কোহলির প্রতি তাঁর বিরাট শ্রদ্ধাও রয়েছে। তিনি আরও বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ও নিজেকে চিনিয়েছিল। সেই সময় ও একটু গোলগাল ছিল। পরবর্তীতে ও নিজেকে যে ভাবে বদলে ফেলেছে তা অভাবনীয়। শুধু তাই নয়, ক্রিকেটের দিক থেকেও প্রশংসনীয়। টেস্ট ক্রিকেটে ভারতকে ও অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আমি এত তাড়াতাড়ি এ ভাবে কাউকে মানিয়ে নিতে দেখিনি। তবে আমার এখনও মনে হয় ওর সেরাটা দেওয়া বাকি আছে।’