Asia Cup 2023: সামি-বুমরাদের তুলনায় অনেক এগিয়ে পাকিস্তানের পেস বোলিং, কে বললেন এমন কথা?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Sep 04, 2023 | 3:23 PM

Asia Cup 2023: প্রায় এক যুগ ধরে ভারতীয় পেস বোলিং দেশে-বিদেশে দারুণ সফল। কিন্তু পাকিস্তানের পেস বোলিং অনেক এগিয়ে। কে বললেন, এমন কথা?

Asia Cup 2023: সামি-বুমরাদের তুলনায় অনেক এগিয়ে পাকিস্তানের পেস বোলিং, কে বললেন এমন কথা?

Follow Us

নয়াদিল্লি: এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। তাতেও কিন্তু দুই টিমের খানিক ঝলক দেখা গিয়েছে। ভারতীয় টিমের মিডল অর্ডারে যেমন ভরসা দিয়েছেন ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া। তেমনই বল হাতে চমৎকার পারফর্ম করেছেন পাকিস্তানি পেস বোলাররা। শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi), হ্যারিস রউফ (Harris Rauf), নাসিম শাহরা (Naseen Shah) নতুন ইতিহাস তৈরি করেছেন। ভারতের ১০টা উইকেটই তুলেছেন তিন পাক পেসার। তার পর থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে, ভারতীয় পেস বোলিংয়ের থেকে কি অনেক ভালো বাবর আজমের টিমের ফাস্ট বোলিং? অনেকেই কিন্তু মনে করছেন, এ বারের পাকিস্তান অনেক বেশি গোছানো। ব্যাটাররা যেমন ছন্দে রয়েছেন, তেমনই বোলাররা। বিশ্বকাপের (World Cup 2023) আগে এই ছন্দ পাকিস্তানকে নিশ্চিত ভাবেই অনেকটা এগিয়ে রাখবে। TV9Bangla Sportsএ বিস্তারিত।

দীনেশ কার্তিকের মতো প্রাক্তন ক্রিকেটার কিন্তু মনে করছেন, পাকিস্তানের পেস বোলিং ভারতের থেকে অনেক এগিয়ে থাকবে। কার্তিকের কথায়, ‘শাহিন, রউফ, নাসিম ধারাবাহিক ভাবে তীব্র গতিতে বল করতে পারে। এই তিনজনেরই চরিত্র একেবারে ভিন্ন। বাঁ হাতি শাহিন অ্যাঙ্গল বলের পাশাপাশি ভিতরেও বল আনতে পারে। নাসিম দুই দিকেই বল সুইং করাতে পারে। আর হ্যারিস, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার। বল স্কিড করাতে পারে, নিখুঁত বাউন্সার রয়েছে হাতে।’

ব্যাটার হিসেবে পাকিস্তানি বোলারদের থেকে ভারতীয় বোলারদের খেলাতে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন কার্তিক। তাঁর কথায়, ‘ফ্ল্যাট উইকেটে কিন্তু পাকিস্তানের বোলাররা অনেক বেশি কার্যকর। যদি পিচের সাহায্য পাওয়া যায়, তা হলে ভারত-পাকিস্তান দুই টিমের পেসাররাই দারুণ পারফর্ম করবে। যদি আমাকে বলা হয়, কোন টিমের বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করতে চাইব, বলব, বুমরা-সামি-সিরাজদের বিরুদ্ধে খেলতে চাইব। তার কারণ, ভারতীয়দের থেকে বল বেশি বাউন্স করাতে পারে পাকিস্তানিরা।’

আজ নেপালের বিরুদ্ধে পাল্লেকেলেতে এশিয়া কাপের গ্রুপ লিগের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ভারতের। এই ম্যাচ জিততে না পারলে কিন্তু সুপার ফোরে আত্মবিশ্বাস খুঁজে পাবে না রোহিত শর্মার টিম। বিশ্বকাপের আগে যা মোটেও চাইছেন না রোহিত। টিমের ছন্দই খোঁজার চেষ্টা করবে ভারতীয় টিম।

Next Article