Pakistan Cricket: পাকিস্তানের ভিসা জট কাটল, ভারতে আসছেন বাবর আজমরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 25, 2023 | 11:54 PM

Cricket World Cup 2023: অবশেষে পাকিস্তানের ভিসা জট কাটল। অবশ্য আইসিসির হস্তক্ষেপের পরই তা সম্ভব হল। আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতে আসার কথা পাক ক্রিকেট টিমের। ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে খেলবে পাকিস্তান। বাবর আজমদের ভারত সফরের ৪৮ ঘণ্টারও কম সময় বাকি। অবশেষে ভিসা নিয়ে সমস্যা মিটল।

Pakistan Cricket: পাকিস্তানের ভিসা জট কাটল, ভারতে আসছেন বাবর আজমরা
Pakistan Cricket: পাকিস্তানের ভিসা জট কাটল, ভারতে আসছেন বাবর আজমরা
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: আর দিন দু’য়েক পর ভারতের মাটিতে বিশ্বকাপের (Cricket World Cup) ওয়ার্ম আপ ম্যাচ খেলবে পাকিস্তান (Pakistan)। কিন্তু ভারতে বাবর আজমরা আসতে পারবেন কিনা, ৪৮ ঘণ্টা আগে অবধি তা নিশ্চিত ছিল না। বুধবার দুবাই থেকে বাবর আজমদের ভারতে আসার কথা। কিন্তু তার আগে ভারতে আসার ভিসা না পেয়ে আইসিসির দ্বারস্থ হয় পিসিবি। এর আগে ভারতে আসার ভিসা না পাওয়ায় দুবাইতে গিয়ে টিম বন্ডিং সেশন বাতিল করতে বাধ্য হয়েছিল পাক ক্রিকেট টিম। গত কয়েক দিন ধরে এই ভিসা জটে চাপে ছিল পাকিস্তান। ভারতে বিশ্বকাপ খেলতে আসা বাকি দলগুলো ভিসা পেয়ে গেলেও পাকিস্তান এতদিন ভিসা পাচ্ছিল না। আজ, সোমবার পাক ক্রিকেট বোর্ড আইসিসির (ICC) কাছে এই নিয়ে অভিযোগ জানায়। তারপরই আইসিসির হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পিসিবি আইসিসির কাছে ভারতে আসার ভিসা না পাওয়ার অভিযোগ করতেই মিটল সমস্যা। আইসিসির এক মুখপাত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘পাকিস্তানকে ভিসা দেওয়া হয়েছে।’ অবশ্য পাক ক্রিকেটাররা এখনও ভিসা হাতে পাননি। পিসিবির মুখপাত্র উমর ফারুক সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘ভিসা ক্লিয়ারেন্সের বিষয়ে আমরা এখনও ভারতীয় হাইকমিশনের কাছ থেকে কোনও কল পাইনি।’

আজ, সোমবার আইসিসি সিইও জিওফ অ্যালার্ডিসের কাছে পিসিবি চিঠি দিয়ে জানায়, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ৫০ ওভারের ওডিআই বিশ্বকাপের প্রস্ততিতে প্রভাব পড়ছে পাকিস্তানের। এরপরই এই বিষয়টি আরও খতিয়ে দেখে আইসিসি। তারপরই পাকিস্তানের ভারতে আসার ভিসা জট কেটেছে। যদি ভারতে আসার ভিসা নিয়ে সমস্যা না হত, তা হলে পাক ক্রিকেট টিম দিন দু’য়েকের জন্য দুবাইতে গিয়ে দলের সকল সদস্যদের একটা বন্ডিং সেশন করত। সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায়। শেষ মুহূর্তে ভিসা জট কাটায় আপাতত স্বস্তি পাক শিবিরে।

এর আগে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে শেষ বার ভারতে খেলতে এসেছিল পাক ক্রিকেট টিম। এ বারের এশিয়া কাপে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি। সেই সময় বেশ কয়েক বার পাকিস্তানও ভারতে এসে না খেলার হুমকি দিয়েছিল। অবশ্য শেষ অবধি সেই হুমকি ধোপে টেকেনি। ভারতে খেলতে আসছেন বাবররা। উল্লেখ্য, হাইব্রিড মডেলে এ বারের এশিয়া কাপ হয়েছে। তাতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

Next Article