নয়াদিল্লি: পাকিস্তানি ক্রিকেটে (Pakistan Cricket) ধর্মের প্রভাব এর আগেও পড়েছে। তা নিয়ে বিতর্কও কম হয়নি। কখনও ধর্ম বদলাতে বাধ্য হয়েছেন ক্রিকেটার, কখনও আবার পাক টিম থেকে বাদ পড়েছেন হিন্দু হওয়ার কারণে। কিন্তু মাত্র ১৮ বছরে বয়সে ধর্মীয় কারণে কাউকে অবসর নিতে হয়নি এর আগে। এমনই বিরল ঘটনা ঘটল পাকিস্তানের মেয়েদের টিমের ক্রিকেটার আয়েসা নাসিমের (Ayesha Naseem) ক্ষেত্রে। আয়েসার খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কেন তাঁকে অবসর নিতে হল, তা অবশ্য পরিষ্কার নয়। আয়েসা তো বটেই, পাকিস্তান ক্রিকেট সংস্থাও যথাযথ ব্যাখ্যা দেয়নি এ নিয়ে। কিন্তু আয়েসা যে ক্রিকেট থেকে সরে গিয়েছেন, তা অবশ্য তিনি নিজেই ঘোষণা করে দিয়েছেন। বিস্তারিত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আন্তর্জাতিক ক্রিকেটে আয়েসা মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত। আরও ভালো করে বললে, ছয় মারার জন্য বিখ্যাত। যে বোলিংয়ের বিরুদ্ধে ঠান্ডা মাথায় চার-ছয়ের বন্যা বইয়ে দিতে পারেন। পাকিস্তানের হয়ে ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৩৬৯ রান। খেলেছেন ৪টে ওয়ান ডে ম্যাচ। ঝুলিতে ৩৩ রান। কুড়ি-বিশের ক্রিকেটে পাক টিমের মিডল অর্ডারে ক্রমশ নিজের জায়গা মজবুত করে নিয়েছেন আয়েসা। সেই তিনিই ধর্মীয় কারণে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পিসিবিকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি। ইসলামের নির্দেশিত পথে জীবন কাটাতে চাই।’ পাকিস্তানের মেয়েদের টিমের ক্যাপ্টেন নিদা দার ও কিছু সিনিয়র প্লেয়ার সিদ্ধান্ত বদলের জন্য অনুরোধ করেছিল আয়েসাকে। জাতীয় শিবিরে ডাকও পেয়েছিলেন। কিন্তু কোনও ভাবেই তিনি আর ক্রিকেট খেলতে চাইছেন না। পাক বোর্ডের একটি সূত্র বলছে, নিদা সহ বেশ কয়েকজন চেষ্টা করেছিল ওর সিদ্ধান্ত বদলের জন্য়। কিন্তু আয়েসা রাজি নয়। পরিষ্কার জানিয়ে দিয়েছে, ও ইসলামের দেখানো পথেই এগিয়ে যেতে চায়।’
আয়েসার মতো তরুণীর কেরিয়ারের তুঙ্গে ওঠার আগেই হঠাৎ অবসর নেওয়ার ঘটনায় অবাক হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেট। পিসিবি এ নিয়ে নীরব। কেনই বা তাঁকে ধর্মের কারণে অবসর নিতে হল, তার ঠিকঠাক ব্যাখ্যা মেলেনি। পিসিবি এখনও এ নিয়ে মন্তব্য করেনি। তাতেই বিতর্ক বাড়ছে। আয়েসার যতটুকু ক্রিকেট খেলেছেন, তাতে কিন্তু মুগ্ধতা প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষকরা। ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়েসার বিস্ফোরক ইনিংস দেখে প্রশংসা করেছিলেন। তিনি টুইটারে লিখেছিলেন, ‘দারুণ প্রতিভা।’ সেই প্রতিভাই কেন ঝরে গেল অকালে? সেই উত্তর মিলছে না!