LPL 2023: লঙ্কা প্রিমিয়ার লিগে ধুন্ধুমার! গুরবাজকে আউট করে মেজাজ দেখালেন পাক বোলার নাসিম শাহ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 31, 2023 | 4:10 PM

Naseem Shah: লঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করণের শুরু থেকেই উত্তেজনা দেখা যাচ্ছে। প্রথম ম্যাচেই জাফনা কিংসের ক্রিকেটার রহমানুল্লা গুরবাজকে আউট করে মেজাজ দেখিয়েছেন পাক তারকা নাসিম শাহ।

LPL 2023: লঙ্কা প্রিমিয়ার লিগে ধুন্ধুমার! গুরবাজকে আউট করে মেজাজ দেখালেন পাক বোলার নাসিম শাহ
LPL 2023: লঙ্কা প্রিমিয়ার লিগে ধুন্ধুমার! গুরবাজকে আউট করে মেজাজ দেখালেন পাক বোলার নাসিম শাহ
Image Credit source: Twitter

Follow Us

কলম্বো: লঙ্কা প্রিমিয়ার লিগের (Lanka Premier League) ঢাকে কাঠি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স। শ্রীলঙ্কা সফরে যাওয়া পাকিস্তান টিমের যে ক্রিকেটাররা এলপিএলে খেলেন তাঁদের এখন লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাচ্ছে। পাক তারকা নাসিম শাহ (Naseem Shah) এবং পাক অধিনায়ক বাবর আজম এ বারের এলপিএলে খেলছেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। লঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করণের শুরু থেকেই উত্তেজনা দেখা যাচ্ছে। প্রথম ম্যাচেই জাফনা কিংসের আফগান ক্রিকেটার রহমানুল্লা গুরবাজকে (Rahmanullah Gurbaz) আউট করে মেজাজ দেখিয়েছেন কলম্বো স্ট্রাইকার্সের পাক তারকা নাসিম শাহ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২২ গজে উইকেট পেলে, হাফসেঞ্চুরি এবং শতরান করলে ক্রিকেটাররা নিজেদের মতো করে সেলিব্রেশন করেন। অনেক সময় একাধিক ক্রিকেটার উত্তেজনার বসে উইকেট নিয়ে বা হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি করে এমন সেলিব্রেশন করেন, যা ভাইরাল হয়ে যায়। এ বারের লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই তেমন এক দৃশ্য দেখা গেল।

লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে টস জেতে কলম্বো স্ট্রাইকার্স। এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলম্বো। জাফনার হয়ে ওপেনিংয়ে নামেন উইকেটকিপার-ব্যাটার নিশান মধুশঙ্কা ও আফগান তারকা রহমানুল্লা গুরবাজ। তৃতীয় ওভারে কলম্বোকে প্রথম উইকেট এনে দেন পাক তারকা নাসিম শাহ। জাফনার ওপেনার রহমানুল্লা গুরবাজকে ২.৫ ওভারে ফেরান নাসিম শাহ। গুরবাজকে আউট করে তাঁর দিকে তাকিয়ে অশ্লীল কিছু মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল। তাতে দেখা গিয়েছে নাসিম শাহকে সেই সময় রহমানুল্লা গুরবাজ বরং হালকা করে নাসিম শাহর পিঠ চাপড়ে দেন। এরপর তিনি কোনও উত্তর দেননি। বরং এগিয়ে যেতে থাকেন ডাগআউটের দিকে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কমেন্ট করেছেন নাসিম শাহর এমন  অশ্লীল মন্তব্য করা ঠিক হয়নি।

উল্লেখ্য, এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে জাফনা তোলে ১৭৩ রান। জবাবে রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে ১৫২ রানে গুটিয়ে যায় কলম্বো। ফলে ২১ রানে ম্যাচ জিতে নেয় জাফনা।

 

Next Article