India vs New Zealand: ইশান্ত দ্রুত ছন্দে ফেরবেন, আশা বোলিং কোচ পরশের

১০০-র উপর টেস্ট খেলেছেন ইশান্ত। কিন্তু কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছন্দে ছিলেন না। একটাও উইকেট নিতে পারেননি বিপক্ষের। উমেশ যাদবও সে ভাবে সাফল্য পাননি। ভারতীয় পেসারদের নিয়ে যে কারণে প্রশ্ন উঠছে।

India vs New Zealand: ইশান্ত দ্রুত ছন্দে ফেরবেন, আশা বোলিং কোচ পরশের
ইশান্তের অবসর নিয়েও শুরু হয়েছে জল্পনা। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2021 | 5:05 PM

মুম্বই: ম্যাচ প্র্যাক্টিস না থাকাই ইশান্ত শর্মার (Ishant Sharma) ছন্দ হারানোর আসল কারণ। এমনই বলছেন ভারতীয় টিমের নতুন বোলিং কোচ পরশ মামরে (Paras Mhambrey)। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ভারতীয় টিমে পা দিয়েছেন তিনি। দীর্ঘদিন কাজ করার সুবাদেই তাঁকে ভারতীয় টিমে এনেছেন চিফ কোচ রাহুল দ্রাবিড়।

১০০-র উপর টেস্ট খেলেছেন ইশান্ত। কিন্তু কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছন্দে ছিলেন না। একটাও উইকেট নিতে পারেননি বিপক্ষের। উমেশ যাদবও সে ভাবে সাফল্য পাননি। ভারতীয় পেসারদের নিয়ে যে কারণে প্রশ্ন উঠছে। পরশ অবশ্য বলছেন, ‘বেশ কিছু দিন ম্যাচের মধ্যে ছিল না ইশান্ত। ও আইপিএল বা টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেননি। ম্যাচ প্র্যাক্টিসে না থাকাটাই ওকে সমস্যায় ফেলেছে।’

ইশান্তকে ছন্দ নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। শেষ চারটে টেস্টে ১০৯.২ ওভার বল করে মাত্র ৮টা উইকেট পেয়েছেন তিনি। সেই ইশান্তকে ফর্মে ফেরানোটাই এখন চ্যালেঞ্জ পরশের। এক সময় বাংলার রঞ্জি টিমের কোচ বলছেন, ‘ওকে যে ছন্দে ফেরানো দরকার, সেটা খুব ভালো করে জানি। আর তাই ওকে নিয়ে আমরা কাজ করছি। পুরনো ছন্দে ফেরার জন্য কয়েকটা ম্যাচ দরকার ওর। আমার দৃঢ় বিশ্বাস ও দ্রুত ছন্দে ফিরবে।’

ইশান্তের অভিজ্ঞতা টিমের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ৩০০-র উপর টেস্ট উইকেট পাওয়া পেসার টিমের তরুণ বোলার মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণাদের কাছেও অনুপ্রেরণা। পরশ যা নিয়ে বলছেনও, ‘ইশান্তের প্রচুর অভিজ্ঞতা। ওর ড্রেসিংরুমে থাকাটাই বিরাট ব্যাপার। টিমের তরুণরা বুঝতে পারে, পেস বোলিং কেমন হওয়া উচিত।’

কানপুরে স্পিনারদেরই প্রাধান্য ছিল। ভারতীয় টিম তিন পেসার নিয়ে খেলতে নেমেছিল। ওয়াংখেড়ে পিচ দেখে টিম নিয়ে সিদ্ধান্ত নেবেন রাহুল। তবে, ইশান্তের বদলে মুম্বই টেস্টে সিরাজকে খেলানো হবে কিনা, তা নিয়ে অবশ্য মন্তব্য করতে চাননি পরশ। কানপুরে অবশ্য উমেশের বোলিংয়ে খুশি বোলিং কোচ।

পরশ বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে যে ভাবে বোলিং করেছে উমেশ, তাতে আমি খুশি। ওর একটা স্পেলে কেন উইলিয়ামসন বেশ ঝামেলায় পড়েছিল। ওটা স্পেশাল স্পেল ছিল। ওই সময় উমেশ ওর সেরাটা দিয়েছিল।’

ভারতীয় পেসারদের থেকে বেশি আলোচনা এখন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে নিয়ে। দু’জন একেবারে রানের মধ্যে নেই। কানপুর টেস্টেও তাঁদের ব্যাটে রান দেখা যায়নি। যা টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলে দিয়েছে। তবে পরশ এখনই এ ব্যাপারে মন্তব্য করতে চান না। তাঁর সোজা কথা, ‘ওদের যা অভিজ্ঞতা, যে পরিমাণ ক্রিকেট খেলেছে, শুধু একটা ইনিংস দরকার ওদের রানে ফেরার জন্য। টিম হিসেবে আমরা সবাই ওদের পাশে আছি। ওরও নিজেদের অভিজ্ঞতা দিয়ে টিমকে সাহায্য করার জন্য মুখিয়ে আছে।’