Champions Trophy: অজি শিবিরে একের পর এক ধাক্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ক্যাপ্টেনও
ICC Men’s Champions Trophy 2025: চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর সঙ্গে পেসার জশ হ্যাজলউডও। স্বাভাবিক ভাবেই মিনি বিশ্বকাপে একঝাঁক বদল করেই নামতে হবে অস্ট্রেলিয়াকে।

অস্ট্রেলিয়া শিবিরে একের পর এক ধাক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হঠাৎই এ দিন ওয়ান ডে ফরম্যাটে অবসর ঘোষণা করেন পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টইনিস। এখানেই শেষ নয়। আরও বড় সমস্যায় ওয়ান ডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর সঙ্গে পেসার জশ হ্যাজলউডও। স্বাভাবিক ভাবেই মিনি বিশ্বকাপে একঝাঁক বদল করেই নামতে হবে অস্ট্রেলিয়াকে।
প্রতিটি দলের কাছেই স্কোয়াডে পরিবর্তনের জন্য ১২ ফেব্রুয়ারি অবধি সময় রয়েছে। তার আগেই অস্ট্রেলিয়ার দল নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়ে দিয়েছেন, কামিন্স ও হ্যাজলউডের যে চোট ছিল তা ঠিক হয়নি। গত ১২ জানুয়ারি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল স্কোয়াডে অন্তত চারটি পরিবর্তন করতে হবে। কামিন্স, হ্যাজলউডের আগে মার্শ ছিটকে গিয়েছিলেন। তেমনই স্টইনিস অবসর নিয়েছেন।
শ্রীলঙ্কা সফরে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে রয়েছে। তিন পেসার শন অ্যাবট, স্পেন্সার জনসন, বেন ডোয়েরিসকে স্কোয়াডে যোগ করা হয়েছে। তেমনই লেগ স্পিনার তনবীর সাঙ্গা, স্পিন বোলিং অলরাউন্ডাল কুপার কনোলি এবং বিধ্বংসী ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুককে সেই দুটি ওয়ান ডে-র স্কোয়াডে রাখা হয়েছে। এদের মধ্য়ে থেকেই হয়তো কামিন্সদের পরিবর্ত খুঁজে নেওয়া হবে। পেস বোলিংয়ে শন অ্য়াবট ও স্পেন্সার জনসনের চ্য়াম্পিয়ন্স ট্রফিতে সুযোগের সম্ভাবনা বেশি।





