সঙ্ঘমিত্রা চক্রবর্তী
স্যাম কারান (Sam Curran) এখন কোথায়? এই মুহূর্তে ক্যারিবিয়ান সফরে গিয়েছেন বাঁ-হাতি অলরাউন্ডার। এখন কি তিনি টিভির পর্দায় চোখ রেখেছেন? অথবা টুইটারে দেখছেন আপডেট? যদি দেখে থাকেন, তা হলে ব্রেকিং নিউজ জেনে গিয়েছেন। আইপিএলের (IPL) ইতিহাসে এতদিন তিনিই ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার। গত বছর পঞ্জাব কিংস সাড়ে ১৮ কোটিতে তুলে নিয়েছিল ইংলিশ অলরাউন্ডারকে। কয়েক ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন। এ বার পঞ্জাবেই রয়ে গিয়েছেন কারান। শুধু তাঁর তাজ কেড়ে নিলেন এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। যাঁর নামের পাশে এখন গর্ব ভরে লেখা হচ্ছে বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর লেখা হবে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। মঙ্গলবার দুবাইয়ে মিনি অকশনে ফোকাস ছিলেন প্যাট কামিন্সই (Pat Cummins)। কত দর উঠল তাঁর? এই মুহূর্তে ভারতের শেয়ার বাজার ভীষণ চাঙ্গা। সেনসেক্সের সূচককেও বোধহয় চ্যালেঞ্জ জানালেন অজি বোলার। চড়তে চড়তে ২০.৫ কোটিতে থামল হায়দরাবাদ। এই মুহূর্তে কামিন্সই হায়দরাবাদের নতুন সূর্য।
ভারতে কিছুদিন আগে শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে ছন্দে ছিলেন কামিন্স। একদিকে তিনি বোলার হিসেবে যতটা সফল হয়েছিলেন, ঠিক ততটাই অধিনায়ক হিসেবেও বিশ্বকাপে সফল হয়েছিলেন। ফলে আইপিএল নিলামে কামিন্সের দর যে অনেকটাই উঠবে, সেটা জানা ছিল। কিন্তু তিনি যে পুরনো সব রেকর্ড ভেঙেচুরে দেবেন, তা ভাবা হয়নি। তাঁর সামনে ছিলেন শুধু স্যাম কারান। প্রীতি জিন্টার পঞ্জাব কারানকে ২০২৩ সালের আইপিএলের নিলামে ১৮.৫০ কোটিতে নিয়েছিল। এতদিন তিনিই ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। এ বার থেকে প্যাট কামিন্সের নামের পাশে লেখা থাকবে, তিনিই হলেন ভারতের কোটিপতি লিগের সবচেয়ে দামি ক্রিকেটার। প্যাট কামিন্সের এই রেকর্ড ছুঁতে নিশ্চিত ভাবেই যে কোনও ক্রিকেটারের সময় লাগবে।
কী হচ্ছে নিলাম ঘরে? সরাসরি আপডেট পেতে ক্লিক করুন
এক ঝলক দেখে নিন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার —