কলকাতা: লক্ষ্য ছিল বিশ্বকাপ। ফলে আইপিএলের গত সংস্করণে খেলেননি প্যাট কামিন্স। তার আগের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। কলকাতাতেই হয়েছিল সে বারের নিলাম। ১৫.৫ কোটিতে তাঁকে নিয়েছিল কেকেআর। বিশ্বকাপ জিতেই ফের আইপিএলে খেলার সিদ্ধান্ত নেন কামিন্স। বিশ্বজয়ী পেসারকে নিয়ে তুমুল লড়াই। আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দরের রেকর্ড ছিল স্যাম কারানের। গত মরসুমে স্যাম কারানকে ১৮.৫ কোটিতে নিয়েছিল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙে দিলেন প্যাট কামিন্স। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্যাট কামিন্সকে অস্ট্রেলিয়ার নেতৃত্ব তুলে দেওয়ার পর অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। বোলাররা কি ক্য়াপ্টেন্সি পারেন? এই বিদ্রুপও শুনতে হয়েছে। অস্ট্রেলিয়ার দায়িত্ব নিতেই সকলকে পারফরম্যান্সে জবাব দেন প্যাট কামিন্স। তাঁর নেতৃত্বে প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে অস্ট্রেলিয়া। এর পর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। শুরুটা হয়েছিল প্রবল হতাশায়। টানা দু-ম্যাচ হেরে ব্যাকফুটে ছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে টানা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তার ছাপ পড়ল! বিশ্বজয়ী অধিনায়কের জন্য অলআউট ঝাঁপাল সানরাইজার্স হায়দরাবাদ।
কী হচ্ছে নিলাম ঘরে? সরাসরি আপডেট পেতে ক্লিক করুন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ মরসুমে অনবদ্য পারফর্ম করেছিলেন প্যাট কামিন্স। শুধুমাত্র বোলিংয়েই নয়, ব্যাটিংয়েও ভরসা দিয়েছিলেন। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাটে। আইপিএলের গত সংস্করণে সেই রেকর্ড ছুঁয়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। প্যাট কামিন্সকে টিমে নেওয়ার অন্যতম কারণ তাঁর নেতৃত্বের মস্তিষ্ক। যা পুরোপুরি কাজে লাগাতে চাইবে সানরাইজার্স।