Ashes Series: কোভিডবিধিতে ছিটকে গেলেন কামিন্স, অজিদের ক্যাপ্টেন স্মিথ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 16, 2021 | 10:28 AM

কোভিড (COVID19) আক্রান্তের সংস্পর্শে আসায় অ্যাসেজের (Ashes Series) দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins)।

Ashes Series: কোভিডবিধিতে ছিটকে গেলেন কামিন্স, অজিদের ক্যাপ্টেন স্মিথ
অ্যাসেজের দ্বিতীয় টেস্টে নেই কামিন্স (ছবি-টুইটার)

Follow Us

অ্যাডিলেড‌: কোভিড (COVID19) আক্রান্তের সংস্পর্শে আসায় অ্যাসেজের (Ashes Series) দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins)। দিন-রাতের টেস্টে আবার এক অন্য ঘটনার সাক্ষী থাকল অ্যাডিলেড। অজিদের ক্যাপ্টেন হিসেবে ফের মাঠে নামলেন স্টিভ স্মিথ (Steve Smith)। ২০১৮ সালের বল বিকৃতি বিতর্কের পর।

কেন কামিন্স ছিটকে গেলেন? বুধবার রাতে অ্যাডিলেডের একটা রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন। সেখানে কোভিড আক্রান্ত একজনের উপস্থিতির কথা জানতে পেরেছে বোর্ড। তার পরই কামিন্সকে সাত দিনের আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যার অর্থ হল, ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) আবার টিমে ফিরছেন তিনি। সহকারী অধিনায়ক স্মিথকে এই টেস্টে ক্যাপ্টেন করার পাশাপাশি ট্রেভিস হেডকে তাঁর ডেপুটি করা হয়েছে। কামিন্সের পরিবর্তে টিমে এসেছেন মিচেল নিসার।

ঘটনা এতেই শেষ নয়। কামিন্সের সঙ্গে ওই রেস্তোরাঁয় হাজির ছিলেন মিচেল স্টার্ক ও নাথন লিয়ঁও। কিন্তু তাঁরা দু’জন আলাদা টেবলে বসেছিলেন। কোভিড আক্রান্তের সংস্পর্শেও আসেননি তাঁরা। সেই কারণে টিমের হেলথ টিমের পরামর্শে তাঁদের টেস্ট খেলার অনুমতি দেওয়া হয়েছে।

প্রশ্ন হল, রেস্তোরাঁয় খেতে গিয়ে কি সুরক্ষাবিধি ভেঙেছেন? ক্রিকেট অস্ট্রেলিয়ার (CA) তরফে বলা হয়েছে, ‘কামিন্স সুরক্ষাবিধি ভাঙেনি। ও নিজেও পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। সঙ্গে সঙ্গে কোভিড পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। আপাতত কামিন্সকে সাত দিনের আইসোলেশনে পাঠানো হল।’

কামিন্স নিজে বলেছেন, ‘অ্যাডিলেড টেস্ট খেলতে না পারার মতো হতাশা আর কিছুতে নেই। কিন্তু কোভিডকালীন পরিস্থিতির মোকাবিলা করার জন্য এ ছাড়া আর কোনও উপায় নেই। তবে একটা ব্যাপার দেখে ভালো লাগছে, নিসারের টেস্ট অভিষেক হতে চলেছে। ও টিমে জায়গা পাওয়ার জন্য মুখিয়ে ছিল।’

Next Article