
নয়াদিল্লি: ঘরের মাঠে ভারতের হাত থেকে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া (Australia)। বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। এখনও সেই ফাইনাল ম্যাচেই মজে রয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ফাইনাল ম্যাচের আগে সাংবাদিক সম্নেলনে এসে কামিন্স জানিয়েছিলেন,নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লক্ষাধিক মানুষকে চুপ করিয়ে দেওয়াই তাঁদের লক্ষ্য। সেই লক্ষ্যই পূরণ করেছে তাঁর দল। বিশ্বকাপের কোন মূহূর্ত তার কাছে মনে রাখার মতো? উত্তরে কামিন্স জানান, বিরাট কোহলির আউটের পর যেভাবে নীরবতা নেমে এসেছিল মোতেরায়, সেটা সবচেয়ে বেশী উপভোগ করেছেন অজি অধিনায়ক। এই বিষয়ে কী বলছেন কামিন্স? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপ যেন শেষ হয়েও, হইল না শেষ। এখনও কাটেনি তার রেশ। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ডেভিড ওয়ার্নারদের অধিনায়ক প্যাট কামিন্স। সেখানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ৭০ বছর বয়সে যখন মৃত্যুশয্যায় থাকবেন, তখন ২০২৩ বিশ্বকাপ ফাইনালের কোন মুহূর্তটা মনে পড়বে? উত্তরে কামিন্স জানান, বিরাটকে আউট করার পর মোতেরার গ্যালারিতে যে হতাশা ছবি দেখা গিয়েছিল সেটা। এই প্রসঙ্গে কামিন্স বলেন, “বিরাটের উইকেটটা নেওয়ার জন্য মুখিয়ে ছিলাম আমরা। সেভাবেই পরিকল্পনা করছিলাম বারবার। অবশেষে সেই মুহূর্তটা এলো।”
এখানেই শেষ নয়, কামিন্সের সংযোজন, “এরপর স্মিথ আমাদের বলে দর্শক কী বলছে শুনে দেখো। আমরা তখন লক্ষ্য করে দেখি গোটা স্টেডিয়ামে তখন অদ্ভুদ একটা নীরাবতা। যেন লাইব্রেরির মতো নিঃস্তব্ধতা গ্যালারিতে। ওখানে যে লক্ষাধিক মানুষ রয়েছে বোঝাই যাচ্ছিল না। ওই মুহূর্তটা সারাজীবন মনে রাখবো।”