কলকাতা: প্রথমে নাগপুর, পরে দিল্লি। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) মতো প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে জোড়া হার হজম করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ভারতের কাছ থেকে বর্ডার-গাভাসকর ট্রফি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন প্যাট কামিন্সরা। উল্টে মুখ বাঁচানোর পথ খুঁজছে ক্যাঙারু শিবির। সিরিজের প্রথম দুটি টেস্ট হেরে এখন তারা ব্যাকফুটে। টগবগে ভারতীয় দলের বিরুদ্ধে বাকি দুটি টেস্টেও হারের আতঙ্ক চেপে বসেছে অজি শিবিরে। এই দুঃসময়ের মধ্যেই যেন খাঁড়া নেমে এল অস্ট্রেলিয়া দলের উপর। ইন্দোরে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে ১ মার্চ থেকে। দলবল ছেড়ে তার আগেই অস্ট্রেলিয়া ফিরে গেলেন প্যাট কামিন্স (Pat Cummins)। হঠাৎ মাঝপথে দেশে ফিরে যাওয়ার কারণ কী? তুলে ধরল TV9 Bangla।
রবিবার চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে নিয়েছে ভারত। রবীন্দ্র জাডেজার ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের প্রথম সেশনেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের দেওয়া ১১৫ রানের গণ্ডি টপকে ভারতের দিল্লি জয় করে ফেলে। তার ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্য়মে তরফে জানা গিয়েছে, কিছু ব্যক্তিগত কারণের জন্য অস্ট্রেলিয়ায় ফিরেছেন কামিন্স। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ছিলেন অজি অধিনায়ক। তাই সিডনি ফিরে গিয়েছেন তিনি। তাহলে কি ইন্দোরে তৃতীয় টেস্টে খেলবেন না কামিন্স?
তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তৃতীয় টেস্ট শুরু হতে হাতে এখনও অনেকটা সময়। পরিবারের সদস্য গুরুতর অসুস্থ থাকায় সিডনি যেতেই হয়েছে তাঁকে। দিল্লি টেস্ট শেষ হওয়ার পরই সিডনির বিমান ধরেন। আশা করা হচ্ছে, ইন্দোর টেস্ট শুরু হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেবেন। একান্তই যদি ফিরতে না পারেন সেক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন স্টিভ স্মিথ। এর আগেও কামিন্সের অনুপস্থিতিতে স্মিথ নেতৃত্ব দিয়েছেন।