IND vs AUS: বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন খোঁজার লক্ষ্যে ভারতের বিরুদ্ধে নামছেন কামিন্সরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 21, 2023 | 4:05 PM

Pat Cummins: কব্জির চোটের কারণে অ্যাসেজের পর দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এখন পুরোপুরি সুস্থ কামিন্স। তাই তিনি আশাবাদী ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) আগে ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে তিনি খেলতে পারবেন।

IND vs AUS: বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন খোঁজার লক্ষ্যে ভারতের বিরুদ্ধে নামছেন কামিন্সরা
বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন খুঁজতে ভারতের বিরুদ্ধে নামছেন কামিন্সরা
Image Credit source: PTI

Follow Us

মোহালি: ওডিআই বিশ্বকাপের (ICC Cricket World Cup) আগে ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ অস্ট্রেলিয়ার (India vs Australia)। এই সিরিজের সবক’টি ম্যাচ খেলার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। অ্যাসেজের সময় কব্জিতে চোট পেয়েছিলেন কামিন্স। সেই চোট পুরোপুরি সারিয়ে এ বার ভারতের বিরুদ্ধে নামার জন্য তৈরি তিনি। মেন ইন ব্লুর বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে নামার আগে প্রেস কনফারেন্সে কামিন্স জানালেন নিজের ফিটনেস নিয়ে। এবং এই সিরিজে কোন অজি ক্রিকেটাররা ছাপ ফেলতে পারেন সে বিষয়েও জানিয়েছেন কামিন্স। আর কী কী বললেন অজি অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মেন ইন ব্লুর বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে প্যাট কামিন্স জানিয়েছেন, তাঁর কব্জির চোট পুরোপুরি সেরে উঠেছে। বিশ্বকাপের আগে ১৮ সদস্যের দল নিয়ে ভারতে এসেছে অস্ট্রেলিয়া। প্রেস কনফারেন্সে প্যাট কামিন্স জানিয়েছেন, সিরিজের প্রথম ম্যাচে পাওয়া যাবে না মিচেল স্টার্ককে। একইসঙ্গে মার্নাস লাবুশানকে নিয়ে আশার সুর শোনা গিয়েছে কামিন্সের গলায়। অজি অধিনায়ক বলেন, ‘আমাদের কাছে অনেক বিকল্প রয়েছে। আমার কব্জির চোট ঠিক হয়ে গিয়েছে। আমি ১০০ শতাংশ ফিট। আশা করছি আগামিকাল থেকে তিনটে ম্যাচই খেলতে পারব। তবে মিচেল স্টার্ককে আগামিকালের ম্যাচে পাওয়া যাবে না।  এই সিরিজের পরের ম্যাচে ওকে অবশ্য পাওয়া যেতে পারে। সামনে বিশ্বকাপ। সে কথা আমাদের মাথায় রেখে এগোতে হবে।’

কামিন্সের মতো স্টিভ স্মিথেরও কব্জিতে চোট ছিল। তিনিও এখন সুস্থ। স্মিথকে নিয়ে কামিন্স বলেন, ‘ও সুস্থ এবং আগামিকাল খেলবে। ওকে দেখে পুরোপুরি ফিটই মনে হয়েছে।’ প্রোটিয়া সফরে সেরা পারফর্ম করা মার্নাস লাবুশেনের কথা উল্লেখ করে কামিন্স বলেন, ‘মার্নাসের কথা ২৪ ঘণ্টাই মাথার মধ্যে ঘুরছে। দক্ষিণ আফ্রিকা সফরে ও আমাদের ব্যাটারদের মধ্যে সেরা পারফর্ম করেছিল। আমি আশাবাদী এই তিন ম্যাচের সিরিজে ও টিমে জায়গা করে নেবে।’

দক্ষিণ আফ্রিকা সফরে অ্যাডাম জাম্পা ছাপ রেখেছেন। অজিরা তাঁকে ভারতের বিরুদ্ধে ডেথ ওভারে ব্যবহার করতে পারে। ভারতের বিরুদ্ধে নামার আগে কামিন্স বলেন, ‘বিশেষ করে যদি চারজন ফ্রন্টলাইন বোলার বেছে নিতে হয়, তা হলে তাদের সব পর্যায়ে বল করার জন্য প্রস্তুত থাকতে হবে। জাম্পা শুধু রানরেটই কম রাখে না। ও ডেথ ওভারে বেশ কয়েকটা উইকেট তুলে নিতে পারে। যা পেস বোলারদের জন্য কঠিন হতে পারে। তাই ওর ২, ৩ বা ৪ ওভার যদি পরের দিকের জন্য রেখে দেওয়া হয়, তা হলে অবাক হওয়ার থাকবে না।’

বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে ওঅ ওডিআই সিরিজ জিততে চান কামিন্সরা। কিন্তু অজিদের নজর থাকবে ক্রিকেটাররা যেন ক্লান্ত না হয়ে যান। এই সিরিজে বিভিন্ন কম্বিনেশন দেখে নিতে চাইছে অস্ট্রেলিয়া। সে কথা উল্লেখ করে কামিন্স বলেন, ‘প্রথম ম্যাচ খেলেই ক্লান্ত হয়ে যেতে চাই না। আমরা এই সিরিজে আমাদের কম্বিনেশন দেখে নিতে চাই। বেশ কয়েকজন এখানে খেলার সুযোগ পাবে।’

Next Article