WTC ফাইনালে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখলেন কামিন্স

ভারতের থেকে নিউজিল্যান্ডকে খানিকটা এগিয়ে রাখলেও কারা জিতবে, সে ব্যাপারে কিছু বলেননি কামিন্স।

WTC ফাইনালে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখলেন কামিন্স
WTC ফাইনালে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখলেন কামিন্স
Follow Us:
| Updated on: May 26, 2021 | 9:08 PM

সিডনি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC final) নিয়ে সকলের আগ্রহ দিন দিন বাড়ছে। কেউ এগিয়ে রাখছেন ভারতকে (India), কেউ এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডকে (New Zealand)। দুই দলই যথেষ্ট শক্তিশালী। তাই চ্যাম্পিয়ন কারা হবে, তা সময়ই বলবে। ক্রিকেটপ্রেমীরা যেমন রয়েছেন WTC ফাইনাল দেখার অপেক্ষায়, বহু ক্রিকেটারও রয়েছেন সেই তালিকায়। অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স (Pat Cummins ) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট কোহলির ভারতের থেকে এগিয়ে রাখলেন কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে।

কলকাতা নাইট রাইডার্সের পেসার কামিন্স ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেছেন, “এটা একটা দারুণ ম্যাচ হতে চলেছে। তবে আমি খবরে যা দেখছি, তাতে মনে হচ্ছে ওই সময় ইংল্যান্ডে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আবহাওয়াটা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পক্ষেই যাবে বলে মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, “দুটি দলই গত কয়েক মাস টেস্ট খেলেনি। ফলে যে কোনও কিছু হতে পারে। আমিও এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছি।” ভারতের থেকে নিউজিল্যান্ডকে খানিকটা এগিয়ে রাখলেও কারা জিতবে, সে ব্যাপারে কিছু বলেননি কামিন্স।

করোনার কারণে WTC ফাইনাল খেলতে না পারার হতাশা রয়েছে। এমনটাই জানিয়েছেন কামিন্স। তাঁর কথায়, “করোনা পরিস্থিতিতে ক্রীড়াসূচি, পয়েন্টের হিসেব সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে গেছে। আমরা সিরিজ মিস করায় ফাইনালে খেলতে পারছি না। তবুও আমার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিষয়টি ভালো লেগেছে। এর জন্য প্রত্যেকটা সিরিজের একটা আলাদা গুরুত্ব তৈরি হয়েছিল।”

গাব্বা টেস্টে ভারতের ঐতিহাসিক জয় এখনও আলোচিত হয়। সেই সিরিজে অস্ট্রেলিয়ার হার নিয়ে কামিন্স বলেছেন, “আমাদের দলের ব্রিসবেনে খেলার রেকর্ড ভালো। আমরা ভেবেছিলাম পঞ্চম দিনের মধ্যে ম্যাচ জেতা সম্ভব হবে। সব কিছুই পরিকল্পনামাফিক এগোচ্ছিল। কিন্তু, সিডনি টেস্ট থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে টিম ইন্ডিয়া গাব্বায় অসাধারণ খেলেছিল। শেষ দিনে ৭-৮ উইকেট নেওয়া অতটা সহজ ছিল না। আগে আরও উইকেট তুলতে পারলে ম্যাচের ফলটাও অন্যরকম হতে পারত।”

আরও পড়ুন: আজকের দিনেই টনটনে উঠেছিল সৌরভ-রাহুল ঝড়