Pat Cummins: মা গুরুতর অসুস্থ, ফিরছেন না কামিন্স; তৃতীয় টেস্টে ক্যাঙারুদের নেতৃত্বে কে?

Ind vs Aus, BGT 2023: কামিন্সের অনুপস্থিতি অস্ট্রেলিয়া দলের জন্য বড় ধাক্কা। সিরিজের প্রথম দুটি টেস্ট হেরে এমনিতেই ব্যকফুটে তারা (Ind vs Aus)।

Pat Cummins: মা গুরুতর অসুস্থ, ফিরছেন না কামিন্স; তৃতীয় টেস্টে ক্যাঙারুদের নেতৃত্বে কে?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 12:48 PM

কলকাতা: অস্ট্রেলিয়া শিবিরে সমস্যার শেষ নেই। ব্যক্তিগত কারণে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) মাঝপথে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। ১ মার্চ থেকে ইন্দোরে শুরু হতে চলা তৃতীয় টেস্টের আগে ক্যাপ্টেনের ফেরার আশা করেছিল অজি শিবির। আপাতত সেটা হচ্ছে না। তৃতীয় টেস্টের আগে ভারতে ফিরছেন না কামিন্স (Pat Cummins)। জানা গিয়েছে, অজি ক্যাপ্টেনের মায়ের শরীর ভীষণ অসুস্থ। এই সময়টা মায়ের পাশে থাকতে চান কামিন্স। যে কারণে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। স্বাভাবিকভাবেই কামিন্সের অনুপস্থিতি অস্ট্রেলিয়া দলের জন্য বড় ধাক্কা। সিরিজের প্রথম দুটি টেস্ট হেরে এমনিতেই ব্যকফুটে তারা (Ind vs Aus)। ইন্দোরে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর জোরদার পরিকল্পনা চালালেও চোট আঘাত ও বিভিন্ন কারণে স্কোয়াডের বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যেই দেশে ফিরেছেন। তার মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার। চিন্তার বিষয় এই যে, কামিন্সের অনুপস্থিতিতে ক্যাঙারুদের নেতৃত্ব দেবেন কে? বিস্তারিত তুলে ধরল TV9 Bangla।  

cricket.com.au -কে কামিন্স বলেছেন, “এই পরিস্থিতিতে ভারতে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এই সময়ে বাড়িতে থাকা ভীষণ প্রয়োজন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে যে সাপোর্ট পেয়েছি তাতে আমি অভিভূত। একই কথা বলব সতীর্থদের ক্ষেত্রেও। আমার পরিস্থিতিটা বোঝার জন্য সকলকে ধন্যবাদ।” জানা গিয়েছে, কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। দ্বিতীয় টেস্ট আড়াই দিনে সমাপ্ত হয়ে যাওয়ার পর নয়দিনের বিরতি পাচ্ছে দুই দল। এই মুহূর্তে দুটো টিমের সদস্যরাই ছুটির মোডে রয়েছেন। দলের সিনিয়র ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ দুবাইয়ে চলে গিয়েছিলেন ছুটি কাটাতে। সঙ্গে ছিলেন স্ত্রী দানি। চারটে দিন দুবাইয়ে কাটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া শিবিরে যোগ দিয়েছেন তিনি। ফিরেই ইন্দোর টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে তাঁকে।

বল বিকৃতি কাণ্ডের পর এই নিয়ে তৃতীয়বার টেস্টে নেতৃত্ব দেবেন স্মিথ। ২০২১ সালের পর কামিন্সের অনুপস্থিতিতে এর আগে দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৪টি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে ২০১৭ সালের ভারত সফর। সিরিজে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্টিভ স্মিথ।