AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pathum Nissanka: ভাঙল জয়সূর্যর রেকর্ড, ওডিআইতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস পাথুম নিশঙ্কার

SL vs AFG: ২৪ বছর আগে কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার সনৎ জয়সূর্যর করা ওডিআই রেকর্ড ভেঙেছেন পাথুম নিশঙ্কা। এর আগে ওডিআইতে ২০০০ সালে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে ১৮৯ রান করেছিলেন জয়সূর্য। সেটিই ছিল শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে করা ওডিআইতে সর্বাধিক রান। এ বার আফগানদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ১৩৯ বলে ২১০* রান করে ইতিহাসে প্রবেশ করলেন নিশঙ্কা।

Pathum Nissanka: ভাঙল জয়সূর্যর রেকর্ড, ওডিআইতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস পাথুম নিশঙ্কার
জয়সূর্যর রেকর্ড ভেঙে ওডিআইতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস পাথুম নিশঙ্কার
| Updated on: Feb 09, 2024 | 11:30 PM
Share

কলকাতা: ইতিহাসের পাতায় শ্রীলঙ্কার (Sri Lanka) তরুণ ক্রিকেটার পাথুম নিশঙ্কা (Pathum Nissanka)। প্রথম লঙ্কান ক্রিকেটার হিসেবে ওডিআইতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৫ বছরের পাথুম নিশঙ্কা। পাল্লেকেলে আফগানিস্তানের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছেন নিশঙ্কা। ২৪ বছর আগে কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার সনৎ জয়সূর্যর করা ওডিআই রেকর্ড ভেঙেছেন পাথুম নিশঙ্কা। এর আগে ওডিআইতে ২০০০ সালে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে ১৮৯ রান করেছিলেন জয়সূর্য। সেটিই ছিল শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে করা ওডিআইতে সর্বাধিক রান। এ বার আফগানদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ১৩৯ বলে ২১০* রান করে ইতিহাসে প্রবেশ করলেন নিশঙ্কা।

শ্রীলঙ্কান তারকা পাথুম নিশঙ্কার ২১০ রানের অপরাজিত ইনিংসে ছিল ২০টি চার ও ৮টি ছয়। ১৩৬ বলে দ্বিশতরান পূর্ণ করেন পাথুম নিশঙ্কা। ওডিআইতে দ্রুততম শতরান করা তৃতীয় ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার নিশঙ্কা। এর আগে ২০২৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতীয় তারকা ঈশান কিষাণ। এ ছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে তেইশের বিশ্বকাপে ১২৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল।

টস জিতে আফগানিস্তানের ক্যাপ্টে হসমতউল্লাহ শাহিদি প্রথমে ব্যাটিংয়ে পাঠান শ্রীলঙ্কাকে। ৩ উইকেট হারিয়ে ৩৮১ রান তোলে শ্রীলঙ্কা। যার মধ্যে পাথুম নিশঙ্কা একাই করেছেন ২১০* রান। নিশঙ্কার মহাকাব্যিক ইনিংস সামনে থেকে দেখেছেন সনৎ জয়সূর্য। দর্শক আসন থেকে তিনি পাথুমের ডাবল সেঞ্চুরির পর হাততালি দিতে থাকেন। পরে তাঁকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া সাইট X এ বার্তাও দিয়েছেন জয়সূর্য।

পুরুষদের ওডিআইতে ডাবল সেঞ্চুরি হাঁকানো ১২তম ক্রিকেটার পাথুম নিশঙ্কা। ভারত অধিনায়ক রোহিত শর্মার পুরুষদের ওডিআইতে ৩টি দ্বিশতরান রয়েছে। এ ছাড়াও পাথুমের আগে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল, ভারতের বীরেন্দ্র সেওয়াগ, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের ফখর জামান ও ভারতের ঈশান কিষাণ একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন।

ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, আফগান প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাই সেঞ্চুরি করেন। কিন্তু শেষ অবধি তাঁরা দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কার দেওয়া ৩৮২ রানের টার্গেটে পৌঁছনো হয়নি নবিদের। ৬ উইকেটে ৩৩৯ রান তুলে থামে আফগানরা। ৪২ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেলেন পাথুম-অভিক্ষারা।