South Africa Cricket : মুছল ভেদাভেদ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটও মহিলা ও পুরুষদের সমান ম্যাচ ফি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 23, 2023 | 10:33 AM

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে লিঙ্গ সমতা আনার ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড। যা দেখে অনুপ্রাণিত প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

South Africa Cricket : মুছল ভেদাভেদ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটও মহিলা ও পুরুষদের সমান ম্যাচ ফি

Follow Us

কেপটাউন : ভারতীয় ক্রিকেট বোর্ডের পথ অনুসরণ করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (South Africa Cricket)। এখন থেকে ছেলেদের সমান ম্যাচ ফি পাবেন মহিলা ক্রিকেটাররাও। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে লিঙ্গ সমতা আনার ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড। যা দেখে অনুপ্রাণিত হয়ে প্রোটিয়া ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ ও মহিলা ক্রিকেটাররা সমান ম্যাচ ফি পাবেন। সেপ্টেম্বর মাসে পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট টিম। ওই সফর থেকে সমান ম্যাচ ফি কার্যকর হবে। টেস্টে সাড়ে চার হাজার ডলার এবং ওডিআইতে ১ হাজার ২০০ এবং টি ২০তে ৮০০ ডলার ম্যাচ ফি পেয়ে থাকেন দক্ষিণ আফ্রিকার পুরুষ ক্রিকেটাররা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত ১৮ মাসে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্স অত্যন্ত ভালো। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গতবছরের ওডিআই বিশ্বকাপের শেষ চারে পৌঁছছিলেন তাঁরা। চলতি বছরের শুরুর দিকে টি ২০ বিশ্বকাপে ফাইনাল খেলেছে টিম। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে সেই প্রথম বার বিশ্বকাপের ফাইনালে ওঠে দেশটির সিনিয়র ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফি-র ক্ষেত্রে লিঙ্গ সমতা আনার পর ঘরোয়া ক্রিকেটেও পরিকাঠামোয় পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে বোর্ড।

আগামী মাসে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট টিম। ১ সেপ্টেম্বর থেকে করাচিতে হবে সবকটি ম্যাচ। এরপর ৮ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে। ছয় ম্যাচের সীমিত ওভারের সিরিজ থেকেই ম্যাচ ফি-তে পরিবর্তন আসতে চলেছে।

Next Article