বেঙ্গালুরু: আইপিএল নিলামে (IPL 2022 Auction) মোটের উপর ভালোই দল গড়ল পঞ্জাব কিংস (Punjab Kings)। ময়াঙ্ক আগারওয়াল আর আর্শদীপ সিংকে রিটেনড করে ২০২২ আইপিএলের (IPL) নিলামে নামে প্রীতি জিন্টার দল। অনেকটা বেশিই টাকার থলি নিয়ে নিলামে অংশ নেয় পঞ্জাব। গতকালই নিলামের শুরুতেই শিখর ধাওয়ানকে ৮.২৫ কোটি টাকায় দলে নেয় প্রীতি জিন্টার দল। তারপর কাগিসো রাবাদাকে ৯.২৫ কোটি টাকা, জনি বেয়ারস্টোকে ৬.৭৫ কোটি টাকায় নেয় পঞ্জাব। ব্যাটিং-বোলিং উভয় দিক দিয়েই নিলামের শুরুতে বেশ শক্তপোক্ত দল হল পঞ্জাব কিংস। বেয়ারস্টো ওপেনিং ব্যাটার, উইকেটকিপার। ওপেনিংয়ে রয়েছে ময়াঙ্ক আগারওয়াল আর শিখর ধাওয়ানও। ফলে টপ অর্ডারে অনেক ভারসাম্য এসেছে। নিলামের দ্বিতীয় দিন সকালেই ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন ১১.৫ কোটি টাকা দিয়ে তুলে নেয় পঞ্জাব।
লিভিংস্টোন একজন ইউটিলিটি অলরাউন্ডার। গত আইপিএলেও রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফর্ম করেন। বেস প্রাইস ১ কোটি টাকা থাকলেও, তাঁকে তুলতে ১১.৫ কোটি টাকা খরচ করে প্রীতি জিন্টার দল। ওয়েস্ট ইন্ডিজের ওডেন স্মিথকে ৬ কোটি টাকায় নেয় পঞ্জাব। রাহুল চাহারকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় নেয় পঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্সের বিগত কয়েক বছর ধরেই দুরন্ত পারফর্ম করার পর নজরে আসেন রাহুল চাহার। দলের কোচ অনিল কুম্বলে। তিনিই রত্ন চিনতে ভুল করেননি। সুযোগ বুঝেই চাহারকে ছিনিয়ে নেন তিনি। গত আইপিএলেই প্রীতির দলে অভিষেক হয়েছিল শাহরুখ খানের। এ বারের নিলামেও তিনি ছিলেন অন্যতম আকর্ষণ। শুরু থেকেই চেন্নাই সুপার কিংস ঝাঁপায় শাহরুখকে দলে নিতে। মাঝে একবার আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্সও। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত পঞ্জাব কিংসের। এ ছাড়া প্রভসিমরন সিংকে ৬০ লক্ষ টাকা, জীতেশ শর্মাকে ২০ লক্ষ টাকায় কেনে পঞ্জাব। হরপ্রীত ব্রারকে ৩.৮ কোটি টাকায় নেয় প্রীতি জিন্টার দল। গত আইপিএলেই চমক দেন এই স্পিনার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেন ব্রার। ২৫ লক্ষ টাকায় বাংলার পেসার ঈশান পোড়েলকে রেখে দিল পঞ্জাব কিংস।
নিলামে পঞ্জাব যাঁদের নিল
পঞ্জাব যাঁদের রেখেছে
সব মিলিয়ে বেশ ভালোই দল গড়েছে পঞ্জাব কিংস। ওপেনিং স্লট থেকে টপ অর্ডার, মিডল অর্ডার সব জায়গাতেই ভারসাম্য রয়েছে। পারফেক্ট অলরাউন্ডার হিসেবে আছেন লিভিংস্টোন, শাহরুখ খানরা। কাগিসো রাবাদাও প্রয়োজনে বড় শট নিতে পারেন। বোলিং বিভাগও বেশ শক্তিশালী।
আরও পড়ুন: IPL 2022 Auction: ১৪ কোটি দাম ওঠার পর ভয় পেয়ে গিয়েছিলেন দীপক চাহার