PBKS vs KKR Highlights, IPL 2023 : ডাকওয়ার্থ লুইসে ৭ রানে হার কলকাতার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 01, 2023 | 8:16 PM

Punjab Kings vs Kolkata Knight Riders Live Score in Bengali: দেখুন আইপিএলে পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

PBKS vs KKR Highlights, IPL 2023 : ডাকওয়ার্থ লুইসে ৭ রানে হার কলকাতার
মোহালিতে মুখোমুখি ধাওয়ান-রাসেলরা
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

মোহালি: আইপিএলের (IPL) ১৬তম সংস্করণ শুরু হয়ে গিয়েছে। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আমেদাবাদে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ৫ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং চেন্নাই সুপার কিংসকে। আজ শনিবার ছিল আইপিএল-২০২৩ এর প্রথম ডাবল হেডার। শনি-বিকেলে মোহালিতে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস (Punjab Kings) ও নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। হার দিয়ে এবারের যাত্রা শুরু করল কেকেআর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ডাকওয়ার্থ লুইস নিয়মে ৭ রানে জিতে নিয়েছে পঞ্জাব কিংস।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 01 Apr 2023 08:14 PM (IST)

    এক নজরে

    • ডিএলএস নিয়মে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে ৭ রানে জয়ী পঞ্জাব
    • প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে পঞ্জাব কিংস
    • ৩০ বলে ৫০ রান ভানুকা রাজাপক্ষের
    • ৪০ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান
    • কেকেআরের হয়ে সর্বাধিক দুটি উইকেট নিলেন টিম সাউদি
    • কেকেআরের সামনে ছিল ১৯২ রান তাড়া করে জেতার চ্যালেঞ্জ
    • পাওয়ার প্লে ওভারের আগেই তিন উইকেট হারায় নাইটরা
    • সর্বাধিক ১৯ বলে ৩৫ রান আন্দ্রে রাসেলের
    • কেকেআরের জার্সিতে ২০০ রান পূর্ণ করলেন রাসেল
    • ৩৪ রানের ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার
    • ১৬ বলে ১৪৬ রান তোলার পর বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় ম্যাচ
    • ডিএলএস পদ্ধতিতে জয়ী ঘোষিত পঞ্জাব
    • পঞ্জাবের হয়ে সর্বাধিক ৩টি উইকেট অর্শদীপ সিংয়ের

     

  • 01 Apr 2023 08:08 PM (IST)

    নাইটদের হার

    ডিএলএস পদ্ধতিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ৭ রানে হারল কলকাতা নাইট রাইডার্স। হার দিয়ে আইপিএলে ক্যাপ্টেন্সির অভিষেক নীতীশ রানার।


  • 01 Apr 2023 07:19 PM (IST)

    বৃষ্টির জন্য বন্ধ খেলা

    বৃষ্টির জন্য খেলা বন্ধ। পিচ কভারে ঢাকা। ১৬ ওভারে ১৪৬ রান তুলেছে কেকেআর। ডিএলএস পদ্ধতিতে এগিয়ে পঞ্জাব। ম্যাচ শুরু না হলে জিতে যাবে পঞ্জাব কিংস।

  • 01 Apr 2023 07:15 PM (IST)

    সাজঘরে ভেঙ্কটেশ আইয়ার

    ২৮ বলে ৩৪ রান করে অর্শদীপের বলে আউট ভেঙ্কটেশ আইয়ার। সপ্তম উইকেটের পতন। অর্শদীপের তৃতীয় উইকেট এটি।

  • 01 Apr 2023 07:10 PM (IST)

    আউট রাসেল

    ১৯ বলে ৩৫ রান করে ফিরলেন আন্দ্রে রাসেল। ব্যক্তিগত রেকর্ড গড়েই ফিরলেন তিনি। ১৫ ওভারে ১৩৬/৬ কেকেআর।

  • 01 Apr 2023 07:09 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    কেকেআরের হয়ে ২০০০ রান পূর্ণ আন্দ্রে রাসেলের।

  • 01 Apr 2023 07:07 PM (IST)

    মোহালিতে বৃষ্টি

    মোহালিতে শুরু হয়েছে হালকা বৃষ্টি। তবে খেলা চলছে। আগের দিন বৃষ্টির জন্য অনুশীলন করতে পারেনি নাইটরা।

  • 01 Apr 2023 06:51 PM (IST)

    পঞ্চম উইকেটের পতন

    কেকেআর হারাল পঞ্চম উইকেট। নিজের ওভারের প্রথম বলেই রিঙ্কু সিংকে ফেরালেন রাহুল চাহার। ১১ ওভারে ৮৩/৫ কেকেআর।

  • 01 Apr 2023 06:45 PM (IST)

    আউট ক্যাপ্টেন

    নাইট ক্যাপ্টেন নীতীশ রানা ফিরলেন ব্যক্তিগত ২৪ রানে। তাঁকে ফেরান সিকন্দর রাজা। ১০ ওভার শেষে ৮০/৪ কেকেআর।

  • 01 Apr 2023 06:24 PM (IST)

    ৬ ওভারে ৪৬ রান

    ৬ ওভার শেষে কেকেআরের স্কোর ৪৬/৩। দ্রুত উইকেট হারিয়ে চাপে নাইটরা।

  • 01 Apr 2023 06:20 PM (IST)

    তৃতীয় উইকেটের পতন

    নাথান এলিস ফেরালেন গুরবাজকে। ১৬ বলে ২২ রান। ৫ ওভার শেষে ৩৫/৩।

  • 01 Apr 2023 06:09 PM (IST)

    ইমপ্যাক্ট প্লেয়ার ভেঙ্কটেশ

    বরুণ চক্রবর্তীর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেন ভেঙ্কটেশ আইয়ার।

  • 01 Apr 2023 06:05 PM (IST)

    আউট অনুকূল

    কেকেআর টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা খাটল না। ৫ বলে ৪ রান করে অর্শদীপের বলে আউট হলেন। ২ ওভারে ১৭/২ কেকেআর।

  • 01 Apr 2023 06:03 PM (IST)

    মাঠে নামলেন অনুকূল!

    তিন নম্বরে অনুকূল রয়কে মাঠে নামাল কেকেআর। পঞ্জাবের ইনিংসে অনুকূলকে দিয়ে বল করাননি নীতীশ রানা। মূলত বোলার অনুকূল। তবে ব্যাটিংটাও পারেন। তাহলে ভেঙ্কটেশ আইয়ার কার পরিবর্তে নামবেন?

  • 01 Apr 2023 05:58 PM (IST)

    প্রথম উইকেট হারাল কেকেআর

    শুরুতেই ধাক্কা। মনদীপ সিংয়ের উইকেট অর্শদীপ সিংয়ের খাতায়। ১.১ ওভারে ১৩/১ কেকেআর।

  • 01 Apr 2023 05:53 PM (IST)

    কেকেআরের ইনিংস শুরু

    আলো ফিরল মোহালি স্টেডিয়ামে। মাঠে ফিরলেন দুই দলের ক্রিকেটাররা। রান তাড়ায় নেমেছেন কেকেআরের দুই ওপেনার মনদীপ এবং গুরবাজ।

  • 01 Apr 2023 05:33 PM (IST)

    অনুকূলের জায়গায় ভেঙ্কটেশ!

    প্রথম একাদশে ছিলেন না ভেঙ্কটেশ আইয়ার। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারে কেকেআর। ওয়ার্ম আপ করছেন ভেঙ্কটেশ। অনুকূলের জায়গায় ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে তাঁকে।

  • 01 Apr 2023 05:31 PM (IST)

    ফ্লাড লাইট সমস্য়া

    ফ্লাড লাইটের জন্য কেকেআরের ইনিংস শুরু হতে বিলম্ব।

  • 01 Apr 2023 05:28 PM (IST)

    ক্রিজে কেকেআরের ওপেনিং জুটি

    লক্ষ্য ১৯২ রান। কলকাতার হয়ে ওপেন করছেন মনদীপ সিং ও রহমানুল্লা গুরবাজ। পঞ্জাবের হয়ে বোলিং ওপেন স্যাম কারানের। ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে ভানুকা রাজাপক্ষর জায়গায় ঋষি ধাওয়ান। বোলিং শক্তি বাড়ালো পঞ্জাব।

  • 01 Apr 2023 05:15 PM (IST)

    ২০ ওভারে ১৯১ রান

    পঞ্জাবের ইনিংস শেষ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুললেন ধাওয়ানরা। শেষ ওভারে সাউদির প্রথম বলে চার হাঁকান শাহরুখ খান। তৃতীয় বলে ছক্কা স্যাম কারানের। মোট ১৫ রান উঠল শেষ ওভারে। জয়ের জন্য কেকেআরের সামনে বড় রানের চ্যালেঞ্জ।

  • 01 Apr 2023 05:05 PM (IST)

    রাজার ক্যামিওর ইতি

    নারিনের বলে নীতীশ রানার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সিকন্দর রাজা। ১৩ বলে ১৬ রান। ১৮ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১৬৮/৫।

  • 01 Apr 2023 04:46 PM (IST)

    ক্যাপ্টেনকে ফেরালেন চক্রবর্তী

    যে উইকেটের সবচেয়ে বড় প্রয়োজন ছিল কেকেআরের। বরুণ চক্রবর্তীর বলে ফিরলেন শিখর ধাওয়ান। ২৯ বলে ৪০ রান পঞ্জাব অধিনায়কের। ক্রিজে এলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারান।

  • 01 Apr 2023 04:44 PM (IST)

    জীতেশ শর্মা আউট

    জীতেশ শর্মাকে ফেরালেন সাউদি। ১৩.৩ ওভারে তৃতীয় উইকেট হারাল পঞ্জাব। ১৪ ওভার শেষে ১৪২ রান।

  • 01 Apr 2023 04:34 PM (IST)

    দ্বিতীয় সাফল্য নাইটদের

    অর্ধশতরান করেই আউট রাজাপক্ষে। উমেশ যাদবের বল শূন্য তোলা বল জমা হল রিঙ্কু সিংয়ের হাতে। ১১ ওভারে পঞ্জাবের স্কোর ১০৯/২।

  • 01 Apr 2023 04:26 PM (IST)

    রাজাপক্ষের অর্ধশতরান

    ৩০ বলে হাফ সেঞ্চুরি ভানুকা রাজাপক্ষের।

  • 01 Apr 2023 04:22 PM (IST)

    ১০ ওভারে ১০০ রান

    প্রাথমিক ধাক্কা কাটিয়ে এগোচ্ছে পঞ্জাব। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে পঞ্জাবের খাতায় উঠল ১০০ রান। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে বড় রান ওঠার আশা রয়েছে। ম্যাচের গতিপ্রকৃতি সেদিকেই এগোচ্ছে।

  • 01 Apr 2023 04:07 PM (IST)

    ৬ ওভারে ৫৬/১

    পাওয়ার প্লে ওভারে পঞ্জাবের খাতায় ১ উইকেট হারিয়ে উঠল ৫৬ রান। ক্রিজে শিখর ধাওয়ান এবং ভানুকা রাজাপক্ষে।

  • 01 Apr 2023 03:58 PM (IST)

    পঞ্জাবের ৫০

    ৫.৩ ওভারে ৫০ রান পার করল পঞ্জাব। মোহালির মাঠে বড় স্কোর ওঠার সম্ভাবনা রয়েছে।

  • 01 Apr 2023 03:43 PM (IST)

    খাতা খুললেন ধাওয়ান

    ২.৪ ওভারে খাতা খুললেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান।

  • 01 Apr 2023 03:41 PM (IST)

    আউট প্রভসিমরন

    দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়েছিলেন। ওভারের শেষ বলে প্রভসিমরন সিংকে ফেরালেন টিম সাউদি। ১২ বলে ২৩ রানে ক্যামিও ইনিংস খেলে ফিরলেন। ২ ওভারে পঞ্জাব ২৩/২।

  • 01 Apr 2023 03:37 PM (IST)

    পরপর বাউন্ডারি

    দ্বিতীয় ওভারে সাউদির বলে পরপর দুটি বাউন্ডারি প্রভসিমরন সিংয়ের।

  • 01 Apr 2023 03:32 PM (IST)

    শুরু ম্যাচ

    পঞ্জাব কিংসের ওপেনিংয়ে নামলেন প্রভসিমরন সিং এবং শিখর ধাওয়ান। কেকেআরের হয়ে বল হাতে উমেশ যাদব।

  • 01 Apr 2023 03:16 PM (IST)

    পঞ্জাব কিংস একাদশ

    শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষে, সিকন্দর রাজা, জীতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, স্যাম কারান, নাথান এলিস, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, অর্শদীপ সিং।

    সাবস্টিটিউট হিসেবে রয়েছেন ঋষি ধাওয়ান, টেইড, ম্যাথু শর্ট, ভাটিয়া ও রাঠি।

  • 01 Apr 2023 03:10 PM (IST)

    কেকেআর একাদশ

    কেকেআরের একাদশে চার বিদেশি হলেন টিম সাউদি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং গুরবাজ।

    কেকেআর একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, মনদীপ সিং, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, অনুকূল রায়, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

    সাবস্টিটিউট হিসেবে রয়েছেন সুযশ, বৈভব অরোরা, জগদীশন, ভেঙ্কটেশ আইয়ার এবং ডেভিড উইজে

  • 01 Apr 2023 03:03 PM (IST)

    টস আপডেট

    টস জিতল কেকেআর। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন নীতীশ রানা।

  • 01 Apr 2023 02:37 PM (IST)

    শ্রেয়সের শুভেচ্ছা

    চোটের জন্য খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। নাইটদের অভিযানের দিন টুইট করে দলকে উদ্বুদ্ধ করলেন।

  • 01 Apr 2023 02:33 PM (IST)

    ইমপ্যাক্ট ফেলবেন যাঁরা

    আজকের ম্যাচে প্রভাব ফেলতে পারেন কারা?

    পড়ুন বিস্তারিত: পঞ্জাব বনাম কেকেআর ম্যাচে কারা ‘ইমপ্যাক্ট’ ফেলতে পারেন?