
পুনে: আইপিএল (IPL 2022) প্লে-অফের পথে আরও একধাপ এগিয়ে গেল কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টস (LSG)। রানে জয়টাও এল তাঁর প্রাক্তন দল পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে। তাই এই জয়টা একটু বেশি স্বস্তি দেবে রাহুলকে। আজকের ম্যাচটা একটা বিষয় সব দলের কাছেই পরিস্কার করে দিল। পরিকল্পনা বদলের সময় চলে এসেছে। পরপর ম্যাচ হচ্ছে। তাই ২২ গজ ক্লান্ত। আগের মত গতি পাওয়া যাচ্ছে না। কাজ করছে না শিশির ফ্যাক্টর। তাই টস জিতলেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত সব সময় ঠিক নাও হতে পারে। বড় স্কোরের সম্ভাবনা আস্তে আস্তে কমে আসছে। যে সব দলে ব্যালেন্সের অভাব তাদের কাজটা ক্রমশ কঠিন হবে। পঞ্জাব কিংসের মিডল অর্ডারে বেয়াস্টো, লিভিংস্টোনদের মত ক্রিকেটার আছেন, কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটাররা উইকেটে পেস পছন্দে করেন। এখন সেই গতি কমে আসবে। তাই ভরসা অনেক বেশি ভারতীয় ক্রিকেটাররা।
ডি-কক – ৪৬
দীপক – ৩৪
রাবাডা – ৩৮/৪
বেয়াস্টো – ৩২
মায়াঙ্ক – ২৫
মহসিন খান – ২৪/৩
২০ রানে ম্যাচ জিতল লখনউ সুপার জায়েন্টস। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে রাহুলের দল।
শেষ ৩০ বলে ম্যাচ জিততে চাই ৫১ রান চাই পঞ্জাবের
শেষ ১০ ওভারে ম্যাচ জিততে চাই ৮৭ রান। পরপর উইকেট তুলে ম্যাচে ফিরল লখনউ।
পাওয়ার প্লে শেষে মায়াঙ্কের উইকেট হারিয়ে ৪৬ রান পঞ্জাবের বোর্ডে।
চারটি উইকেট নিয়ে লখনউয়ের ইনিংস ভাঙলেন কাগিসো রাবাডা। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ৪৬ রান ডি ককের।
৫ উইকেট হারিয়ে চাপে লখনউ সুপার জায়েন্টস। রাবাডা একাই নিয়েছেন ৩ উইকেট
১০ ওভার শেষে ৬৭ রান কুইন্টন ডি ককদের। ক্রিজে ডি কক ও দীপক।
পাওয়ার প্লে শেষে অধিনায়ক রাহুলের উইকেট হারিয়ে ৩৯ রান সুপার জায়েন্টসদের
প্রথম ওভারে ৫ রান লখনউ সুপার জায়েন্টসের
A look at the Playing XI for #PBKSvLSG
Live – https://t.co/H9HyjJPgvV #PBKSvLSG #TATAIPL https://t.co/N8C5PowfUQ pic.twitter.com/hmphJhkluA
— IndianPremierLeague (@IPL) April 29, 2022
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত পঞ্জাব কিংসের
#PBKS have won the toss and they will bowl first against #LSG.
Live – https://t.co/fhL4hICkLZ #PBKSvLSG #TATAIPL pic.twitter.com/iwWj6sJ6Nr
— IndianPremierLeague (@IPL) April 29, 2022
Hello and welcome to Match 42 of #TATAIPL.#PBKS will take on #LSG at the MCA Stadium, Pune.
Who are you rooting for?#PBKSvLSG pic.twitter.com/Jug5kSytkL
— IndianPremierLeague (@IPL) April 29, 2022