PBKS vs RR, IPL 2021 Match 32 Result: শেষ ওভারের নাটক, জয়ের কাছে এসেও পারল না পঞ্জাব, জিতল রাজস্থান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 21, 2021 | 11:55 PM

PBKS vs RR Live Score: দেখুন পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

PBKS vs RR, IPL 2021 Match 32 Result: শেষ ওভারের নাটক, জয়ের কাছে এসেও পারল না পঞ্জাব, জিতল রাজস্থান
কার্তিকে দুরন্ত শেষ ওভারে পঞ্জাবের বিরুদ্ধে জিতেছে রাজস্থান (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

Follow Us

দুবাই: দুবাইতে (Dubai) আজ দ্বিতীয় পর্বের আইপিএলের (IPL) তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ছিল দুই তরুণ অধিনায়কের হাড্ডাহাড্ডি লড়াই।  আইপিএলে আর একটা উত্তেজনামূলক লড়াই দেখতে পেল ক্রিকেটপ্রেমীরা। শেষ ওভারের নাটকে পঞ্জাবের মুখের সামনে থেকে ২ পয়েন্ট কেড়ে নিয়ে গেল রাজস্থান।

টসে জিতে ফিল্ডিং বেছেছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রানে অলআউট হয়ে যান সঞ্জু স্যামসনরা। জিততে হলে কেএল রাহুলদের ১২০ বলে প্রয়োজন ছিল ১৮৬ রান। বড় রানের টার্গেট তাড়া করতে নামে পঞ্জাব। শুরু থেকেই ম্যাচ নিজেদের দাপটে রেখে খেলতে থাকে পঞ্জাব। ১৯ ওভার অবধি দেখে মনে হচ্ছিল এই ম্যাচ জিতবে প্রীতির পঞ্জাব। কিন্তু কোথায় কী! সঞ্জুর দলের কার্তিক ত্যাগি শেষ ওভারে পুরো তছনছ করে দিল পঞ্জাবকে। শেষ ওভারে জিততে হলে পঞ্জাবকে তুলতে হত মোটে ৪ রান। সেখানে তৃতীয় ও পঞ্চম বলে দুই উইকেট তুলে নেন কার্তিক। আর তাতেই খেল খতম যাকে বলে। শেষ বলে জিততে হলে কেএল রাহুলদের তুলতে হত ৪ রান। শেষ বল খেলতে নামেন ফ্যাবিয়ান অ্যালেন। কিন্তু দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারলেন না।

দুবাইতে আজকের ম্যাচে ২ পয়েন্ট তুলে নিল রাজস্থান রয়্যালস।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 21 Sep 2021 11:39 PM (IST)

    ২ রানে ম্যাচ জিতল রাজস্থান

    শেষ ওভারে পঞ্জাবকে তছনছ করে দিল রাজস্থান

  • 21 Sep 2021 11:37 PM (IST)

    দীপক হুডা আউট

    শেষ মুহূর্তে ধাক্কা পঞ্জাবের। জিততে হলে প্রীতির দলের চাই ১ বলে ৩ রান


  • 21 Sep 2021 11:34 PM (IST)

    নিকোলাস পুরান আউট

    শেষ ওভারে আউট হলেন নিকোলাস পুরান। ৩২ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 21 Sep 2021 11:31 PM (IST)

    টানটান শেষ ওভার

    পঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ৪ রান

  • 21 Sep 2021 11:21 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    পঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ১৮ রান। ১৭ ওভারে পঞ্জাবের স্কোর ১৬৮/২

  • 21 Sep 2021 11:08 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাব ১৪৮/২

    খেলা বাকি ৫ ওভারের। পঞ্জাবের জয়ের জন্য ৩০ বলে ৩৮ রান প্রয়োজন

  • 21 Sep 2021 10:58 PM (IST)

    মায়াঙ্ক আউট

    রাহুল তেওয়াটিয়ার বলে আউট হলেন পঞ্জাবের আর এক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ৬৭ রানের দুরন্ত ইনিংসের পর প্যাভিলিয়নে ফিরলেন মায়াঙ্ক।

  • 21 Sep 2021 10:52 PM (IST)

    কেএল রাহুল আউট

    চেতন সাকারিয়ার বলে আউট পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল। হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন রাহুল

  • 21 Sep 2021 10:39 PM (IST)

    ১০ ওভারে পঞ্জাব ১০৬/০

    প্রথম ১০ ওভারে কোনও উইকেট না খুইয়ে ১০৬ রান তুলেছে পঞ্জাব কিংস। শতরানের পার্টনারশিপ পূর্ণ মায়াঙ্ক-রাহুলের।

  • 21 Sep 2021 10:35 PM (IST)

    মায়াঙ্কের হাফসেঞ্চুরি

    দুবাইতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন পঞ্জাব ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ৩৪ বলে ৫৪ রানে ব্য়াট করছেন মায়াঙ্ক আগরওয়াল।

  • 21 Sep 2021 10:27 PM (IST)

    মায়াঙ্কের ৪ এর হ্যাটট্রিক

    ৮ ওভার থেকে ১৫ রান এসেছে। যার মধ্যে ৪ এর হ্যাটট্রিক করেছেন মায়াঙ্ক আগরওয়াল। ৮ ওভারে পঞ্জাব ৭২/০

  • 21 Sep 2021 10:17 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে পঞ্জাব তুলেছে ৪৯ রান। কেএল রাহুলদের জয়ের জন্য প্রয়োজন ৮৪ বলে ১৩৭ রান

  • 21 Sep 2021 10:09 PM (IST)

    ৫ ওভারে পঞ্জাব ৪১/০

    বড় টার্গেটের লক্ষ্য নিয়ে এগোচ্ছে পঞ্জাব।

  • 21 Sep 2021 10:03 PM (IST)

    আইপিএলে কেএল রাহুলের ৩,০০০ রান পূর্ণ

    রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব অধিনায়ক আইপিএল কেরিয়ারের ৩০০০ রান পূর্ণ করলেন

  • 21 Sep 2021 09:59 PM (IST)

    ৩ ওভারে পঞ্জাব ১৬/০

    ভালো শুরু পঞ্জাবের

  • 21 Sep 2021 09:43 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল

  • 21 Sep 2021 09:25 PM (IST)

    ১৮৫ রানে অলআউট রাজস্থান

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ১৮৫ রান তুলেছে রাজস্থান রয়্যালসষ পঞ্জাবের টার্গেট ১৮৬।

  • 21 Sep 2021 09:17 PM (IST)

    মরিস আউট

    মহম্মদ শামির বলে ক্রিস মরিস আউট। ৫ রান করে সাজঘরে ফিরলেন তিনি

  • 21 Sep 2021 09:14 PM (IST)

    রাহুল তেওয়াটিয়ার উইকেট হারাল রাজস্থান

    ২ রান করে মহম্মদ শামির বলে আউট রাহুল তেওয়াটিয়া

  • 21 Sep 2021 09:05 PM (IST)

    মহিপালের উইকেট হারাল রাজস্থান

    ১৭ বলে ৪৩ রানের দুরন্ত ইনিংসের পর সাজঘরে ফিরলেন মহিপাল লোমরোর

  • 21 Sep 2021 09:02 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে রাজস্থান রয়্যালসের স্কোর ১৬৮/৫

  • 21 Sep 2021 08:59 PM (IST)

    রিয়ান পরাগ আউট

    মাত্র ৪ রান করে আউট হলেন রিয়ান পরাগ। মহম্মদ শামি ফেরালেন পরাগকে

  • 21 Sep 2021 08:48 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১৪০/৪

    খেলা বাকি ৫ ওভারের। এখনও পর্যন্ত ৪টি উইকেট পেয়েছে পঞ্জাব। স্কোরবোর্ডে ১৪০ রান তুলেছে রাজস্থান।

  • 21 Sep 2021 08:46 PM (IST)

    যশস্বী আউট

    ৪৯ রানে ছিলেন রাজস্থান ওপেনার যশস্বী জসওয়াল। হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন তিনি।

  • 21 Sep 2021 08:34 PM (IST)

    ফ্যাবিয়ানের দুরন্ত ক্যাচ

    লিয়াম লিভিংস্টোন আউট। ২৫ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 21 Sep 2021 08:24 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৯৪/২

    খেলা বাকি ১০ ওভারের। ওপেনার এভিন লুইস ও অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট হারিয়েছে রাজস্থান।

  • 21 Sep 2021 08:09 PM (IST)

    ঈশাণ পোড়েলের প্রথম আইপিএল উইকেট

    রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে আউট করলেন ঈশান পোড়েল।

  • 21 Sep 2021 08:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লেতে- এক উইকেট পেয়েছে পঞ্জাব। ৬ ওভারে রাজস্থানের স্কোর ৫৭/১

  • 21 Sep 2021 07:58 PM (IST)

    অর্শদীপের শিকার হলেন লুইস

    এভিন লুইসের উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। ২০ রান করে সাজঘরে ফিরলেন তিনি

  • 21 Sep 2021 07:54 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ৫৩/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে রাজস্থান তুলেছে ৫৩ রান।

  • 21 Sep 2021 07:43 PM (IST)

    ৩ ওভারে রাজস্থান ২৩/০

    ভালো শুরু রাজস্থানের

  • 21 Sep 2021 07:30 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন যশস্বী জসওয়াল ও এভিন লুইস।

  • 21 Sep 2021 07:11 PM (IST)

    পঞ্জাবের প্রথম একাদশ

    পঞ্জাব কিংসের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, দীপক হুডা, ফ্যাবিয়ান অ্যালেন, ঈশান পোড়েল, হরপ্রীত বরার, মহম্মদ শামি, আদিল রশিদ, অর্শদীপ সিং।

  • 21 Sep 2021 07:08 PM (IST)

    রাজস্থানের প্রথম একাদশ

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: যশস্বী জসওয়াল, এভিন লুইস, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মহিপাল লোমরোর, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগি, মুস্তাফিজুর রহমান।

  • 21 Sep 2021 07:00 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল পঞ্জাব কিংস। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কেএল রাহুল

  • 21 Sep 2021 06:57 PM (IST)

    পঞ্জাবের জার্সিতে অভিষেক ৩ ক্রিকেটারের

    আজ রাজস্থানের বিরুদ্ধে পঞ্জাবের হয়ে প্রথম বার খেলতে নামবেন ঈশান পোড়েল, আদিল রশিদ ও এইডেন মার্করাম।

  • 21 Sep 2021 06:50 PM (IST)

    রাজস্থানের জার্সিতে অভিষেক এক ক্রিকেটারের

    রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন এভিন লুইস।

  • 21 Sep 2021 06:45 PM (IST)

    আজ কি বার্থ ডে বয়কে দেখা যাবে চেনা মেজাজে?

    আজ ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের জন্মদিন। দুবাইতে কি উঠবে গেইল ঝড়? অপেক্ষা আর কিছুক্ষণের

  • 21 Sep 2021 06:40 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এই নিয়ে আইপিএলে মোট ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। যার মধ্যে পঞ্জাব জিতেছে ১০ বার ও রাজস্থান জিতেছে ১২ বার