IPL 2023 : গব্বরের পঞ্জাবের ডেরার কি গর্জন করবে পিঙ্ক আর্মি?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 19, 2023 | 8:00 AM

PBKS vs RR, IPL 2023: চলতি আইপিএলে আজ পঞ্জাব কিংসের শেষ হোম ম্যাচ। এটিই পঞ্জাবের গ্রুপ পর্বের শেষ ম্যাচও। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে শিখর ধাওয়ানের দল। পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।

IPL 2023 : গব্বরের পঞ্জাবের ডেরার কি গর্জন করবে পিঙ্ক আর্মি?
গব্বরের পঞ্জাবের ডেরার কি গর্জন করবে পিঙ্ক আর্মি?

Follow Us

ধর্মশালা : এ বারের আইপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষের দোরগোড়ায়। ২৮ মে আইপিএলের (IPL 2023) মেগা ফাইনাল। আজ ধর্মশালায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস (Punjab Kings)। প্রতিপক্ষ সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। পিঙ্ক আর্মির এটিই টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই দুই দলের প্লে অফে ওঠার পথ ভীষণ কঠিন। ক্যালকুলেটরে অনেক হিসেব নিকেশ করলে প্রথম চারে জায়গা পেতে পারে কোনও একটি দল। রাজস্থান তাদের ঘরের মাঠের শেষ ম্যাচে আরসিবির কাছে ১১২ রানের বিরাট ব্যবধানে হেরেছিল। অন্যদিকে পঞ্জাবও তাদের শেষ ম্যাচে ধর্মশালাতেই দিল্লির কাছে ১৫ রানে হেরেছিল। আজ পঞ্জাব বনাম রাজস্থানের এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ শুক্রবার আইপিএলে পঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —

১) যশস্বী জয়সওয়াল – আইপিএলে ৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করার জন্য রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়ালের প্রয়োজন আর ২টি ছয়।

২) সঞ্জু স্যামসন – টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন পূর্ণ করার জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের আর প্রয়োজন ২৩ রান।

৩) জস বাটলার – আইপিএলে ১৫০টি ছক্কার মাইলস্টোন স্পর্শ করতে হলে রাজস্থান রয়্যালসের তারকা ওপেনার জস বাটলারের প্রয়োজন আর ১টি ছয়।

৪) শিখর ধাওয়ান – আইপিএলে ৭৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানের প্রয়োজন আর ২টি চার। পাশাপাশি আইপিএলে ১৫০টি ছক্কার মাইলস্টোন স্পর্শ করার জন্য আর ৩টি ছয়ের প্রয়োজন।

৫) স্যাম কারান – টি-২০ ক্রিকেটে ছক্কার সেঞ্চুরির জন্য পঞ্জাব কিংসের স্যাম কারানের আর প্রয়োজন ১টি ছয়। একইসঙ্গে আইপিএলে চারের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য আর কারানের ৪টি বাউন্ডারি প্রয়োজন।

৬) প্রভসিমরন সিং – আইপিএলে ৫০টি বাউন্ডারির রেকর্ড পূর্ণ করার জন্য প্রভসিমরন সিংয়ের প্রয়োজন ৬টি চার।

Next Article