দীপঙ্কর ঘোষাল
ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতলেন প্রতিপক্ষ অধিনায়ক শিখর ধাওয়ান। পঞ্জাব কিংস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। টস রিপ্রেজেনটেটিভ হিসেবে ছিলেন TV9Bangla-র বিজনেস হেড গৌতম সরকার (ছবিতে একেবারে ডানদিকে)। প্রথমে ফিল্ডিং করতে হবে, এ কারণেই প্রথম একাদশে জেসন রয়কে রাখল না কলকাতা নাইট রাইডার্স। প্রথম একাদশ সাজানো হল তিন বিদেশিতে। ফলে জেসন রয়কে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারবে কেকেআর। বাংলাদেশের কিপার-ব্যাটার লিটন দাসের জায়গায় সই করানো হয়েছে ক্যারিবিয়ান কিপার ব্যাটার জনসন চার্লসকে। এ দিনই কলকাতায় পৌঁছেছেন চার্লস। পৌঁছেই দলের সঙ্গে ইডেনে এসেছেন চার্লস। যদিও খেলছেন না। তবে ওয়ার্ম আপে টিমের সঙ্গে ছিলেন। ফুটবলেও মেতে থাকতে দেখা গেল। টস, একাদশ এ বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ মরসুমে যেন এমনটা দেখা যায়নি। ম্যাচের অনেক আগে থেকেই ইডেন গার্ডেন্স হাউসফুল হয়ে যেত। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তেমনটা অবশ্য দেখা গেল না। টসের পরও অনেক সিট খালিই দেখা গেল। কেকেআরের প্লে-অফ সম্ভাবনা ক্ষীণ বলেই কি এমনটা? আবার এমনও হতে পারে, প্রতিপক্ষ দলে ধোনি কিংবা বিরাট কোহলির মতো কোনও বড় তারকা নেই বলে!
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচটি হচ্ছে চার নম্বর পিচে। ফলে ক্লাব হাউসের বাঁ দিকের বাউন্ডারি ৫৮ মিটার এবং ডানদিকে ৭১ মিটার। স্কোয়ার বাউন্ডারির এই বিশাল পার্থক্য, গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।
কলকাতা নাইট রাইডার্সের একাদশ : ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, হর্ষিত রানা, সূয়াশ শর্মা। বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
সাবস্টিটিউট – অনুকূল রায়, নারায়ণ জগদীশন, জেসন রয়, লকি ফার্গুসন, কুলবন্ত কেজরোলিয়া।
পঞ্জাবের একাদশ – শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, রাহুল চাহার ও অর্শদীপ সিং।
সাবস্টিটিউট – নাথান এলিস, সিকন্দর রাজা, অথর্ব তাইডে, মোহিত রাঠী, ম্যাথু শর্ট।