ড্যামেজ কন্ট্রোল করতে পাকিস্তান উড়ে গেলেন ইংল্যান্ড বোর্ডের সিইও

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 09, 2021 | 8:35 PM

সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার (Ramiz Raja) সঙ্গে দেখা করবেন টম হ্যারিসন। ড্যামেজ কন্ট্রোল করার জন্য ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সঙ্গেও দেখা করতে পারেন তিনি। সেখান থেকেই দুবাই চলে যাবেন ইসিবি সিইও। কারণ ১৭ তারিখ আইসিসির এক্সিকিউটিভ বোর্ডের মিটিং রয়েছে দুবাইয়ে।

ড্যামেজ কন্ট্রোল করতে পাকিস্তান উড়ে গেলেন ইংল্যান্ড বোর্ডের সিইও
টম হ্যারিসন। ছবি: টুইটার

Follow Us

লাহোর: পাকিস্তান উড়ে গেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (England Cricket Board) সিইও (CEO) টম হ্যারিসন (Tom Harrison)। গত মাসেই পাকিস্তান (Pakistan) সফর বাতিল করেছে ইংল্যান্ড। আর তার জন্য ইংল্যান্ড-পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। আর সেই সম্পর্ককে মেরামত করতেই পাকিস্তান উড়ে গেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও।

 

সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার (Ramiz Raja) সঙ্গে দেখা করবেন টম হ্যারিসন। ড্যামেজ কন্ট্রোল করার জন্য ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সঙ্গেও দেখা করতে পারেন তিনি। সেখান থেকেই দুবাই চলে যাবেন ইসিবি সিইও। কারণ ১৭ তারিখ আইসিসির এক্সিকিউটিভ বোর্ডের মিটিং রয়েছে দুবাইয়ে।

 

২০০৫ সালে শেষ বার পাক সফরে গিয়েছিল ইংল্যান্ড। ১৬ বছর বাদে আবার পাক সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু বিশ্বকাপের আগেই সেই সফর বাতিল করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যা নিয়ে বেশ রীতিমতো ক্ষুব্ধ হয় পাক বোর্ড। গত সেপ্টেম্বরে পাক সফরে থাকাকালীনই সেই সফর বাতিল করে দেশে ফেরে নিউজিল্যান্ড। নিরাপত্তাজনিত কারণে সফর বাতিল করে কিউয়িরা। এরপরই পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের মানসিক এবং শারীরিক বিশ্রামের জন্যই পাক সফর বাতিল করার কথা জানায় ইংল্যান্ড বোর্ড। নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের সিরিজ বাতিলের জন্য ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় পাক বোর্ডকে। উল্লেখ্য, কয়েকদিন বাদেই পাক সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। মার্চে পাকিস্তানে খেলতে যাবে অস্ট্রেলিয়াও।

 

আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপ ব্যর্থতা বিরাটের ভাবমূর্তি নষ্ট করবে না, বলছেন ক্লাইভ লয়েড

Next Article