ICC ODI World Cop: বিশ্বকাপ বিপর্যয় নিয়ে জরুরি বৈঠকে পিসিবি, ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা!

PCB: তেইশের বিশ্বকাপে কার্যত ব্যর্থ পাকিস্তান। এই প্রথম বিশ্বকাপের মঞ্চে পাঁচ বার হারল বাবর আজমের দল। এক কথায় আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বাবর আজদের।বিশ্বকাপে এই পারফরম্যান্সের জন্য় শুরু থেকেই ক্রিকেটারদের ফিটনেস, অধিনায়ক বাবর আজমের ভূমিকা সব নিয়েই উঠতে থাকে প্রশ্ন। যদিও পাক ক্রিকেটে এ ছবি নতুন নয়। বিশ্বকাপের মাঝেই ইস্তফা দেন ইনজামাম উল হককে। বিশ্বকাপের মাঝেই অস্থায়ী কমিটি গঠন করা হয়। এ বার দল দেশে ফেরার পর নতুন কমিটি গঠনের পক্রিয়া শুরু করে দিল পিসিবি।

ICC ODI World Cop: বিশ্বকাপ বিপর্যয় নিয়ে জরুরি বৈঠকে পিসিবি, ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা!
পাকিস্তান ক্রিকেট বোর্ড
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 7:55 PM

নয়াদিল্লি: বিশ্বকাপে ভরাডুবি! একের পর এক হার। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের (Pakistan) এই পারফরম্যান্স শেষ কবে দেখেছে ক্রিকেটবিশ্ব তা নিয়েও সংশয় রয়েছে। বিশ্বকাপের মাঝেই পাকিস্তান বোর্ডের অন্দরে চিড় ধরেছে বলে খবর ছিল। ইস্তফা দেন পিসিবিয়ের সিলেকশন কমিটির চেয়ারম্যান ইনজামাম উল হক। বিশ্বকাপ শেষ হতেই এ বার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু পিসিবির। একাধিক প্রাক্তন তারকাদের সঙ্গে বৈঠকে বসতে চান পিসিবি সচিব রামিজ রাজা। ক্ষমতায় আসতে পারেন কারা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তেইশের বিশ্বকাপে কার্যত ব্যর্থ পাকিস্তান। এই প্রথম বিশ্বকাপের মঞ্চে পাঁচ বার হারল বাবর আজমের দল। এক কথায় আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বাবর আজদের।বিশ্বকাপে এই পারফরম্যান্সের জন্য় শুরু থেকেই ক্রিকেটারদের ফিটনেস, অধিনায়ক বাবর আজমের ভূমিকা সব নিয়েই উঠতে থাকে প্রশ্ন। যদিও পাক ক্রিকেটে এ ছবি নতুন নয়। বিশ্বকাপের মাঝেই ইস্তফা দেন সিলেকশন কমিটির চেয়ারম্যান ইনজামাম উল হক। বিশ্বকাপের মাঝে গঠন করা হয়েছিল অস্থায়ী কমিটি । এ বার দল দেশে ফেরার পর নতুন কমিটি গঠনের পক্রিয়া শুরু করে দিল পিসিবি। পাকিস্তান সংবাধ্যমসূত্রে খবর, ইতিমধ্যেই প্রাক্তন পাক তারকাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পিসিবি সচিব জাকা আশরফ। প্রাক্তনদের তালিকায় রয়েছেন সোহেল তনভীর, ওয়াহাব রিয়াজ, মহম্মদ হাফিজ, ইউনিস খানেরব মত তারকারা। হাফিজদের সঙ্গে বিশ্বকাপে বাবরদের পারফরম্যান্সের পর্যালোচনার মাধ্যমে নতুন কমিটি গঠনের ব্লু প্রিন্ট তৈরি করত চাইছে পিসিবি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে পাকিস্তান। তার আগে কোচিং স্টাফ নির্বাচনের দিকেও নজর রয়েছে পাক বোর্ডের। বোঝাই যাচ্ছে বিশ্বকাপ বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান।