
কলকাতা : হাইব্রিড মোডে চলছে এ বারের এশিয়া কাপ (Asia Cup 2023)। চারটি ম্যাচ পাকিস্তানে। বাকি ম্যাচগুলি (ফাইনাল-সহ) শ্রীলঙ্কায়। পাকিস্তানে আয়োজিত দুটি ম্যাচ নির্বিঘ্নে হয়েছে। তবে দ্বীপরাষ্ট্রের বর্ষা এশিয়া কাপের ম্যাচে বিঘ্ন ঘটাচ্ছে বারবার। শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রথম ম্যাচটিতে বিঘ্ন ঘটায় বৃষ্টি। ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল করে দিতে হয়েছে। সোমবারের নেপাল-ভারত ম্যাচ এবং আগামী কয়েকদিন কলম্বো ও পাল্লেকেলে প্রবল বৃষ্টির পূর্বাভাস। শোনা যাচ্ছে, সুপার চারের ম্যাচগুলি বাঁচাতে ভেনু অন্যত্র সরানোর উদ্যোগ নিচ্ছে এশীয় ক্রিকেট কাউন্সিল। ম্যাচগুলি শ্রীলঙ্কাতেই হবে। তবে কলম্বো ও পাল্লেকেলের পরিবর্তে ডাম্বুলায়। এসিসি-র তরফে এখনও ঘোষণা করা হয়নি। সুপার ফোর পর্ব শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর থেকে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এসিসি-র এই পরিকল্পনা জানতে পেরে এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের সঙ্গে ফোনে যোগাযোগ করেন পিসিবির ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। আবহাওয়ার যা অবস্থা তাতে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন তিনি। কিন্তু ভারতীয় দল তো পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলবে না, তাহলে? তারও সমাধান দিয়েছেন পিসিবি প্রধান। তিনি জানান, প্রয়োজন হলে ভারত-পাকিস্তান ম্যাচ দুবাইয়ে আয়োজন করা যেতে পারে। বাকি ম্যাচগুলি পাকিস্তানেই হোক। পাক প্রধান প্রস্তাব দিলেও এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান এতে কতটা আমল দেবেন তাতে সন্দেহ রয়েছে।
পাকিস্তানে এখনও আরও দুটি ম্যাচ খেলা হবে। ৬ সেপ্টেম্বর এবং সুপার ফোরের একটি ম্যাচ। পাকিস্তান ইতিমধ্যেই সুপার ফোরে পৌঁছে গিয়েছে। বি গ্রুপের দ্বিতীয় দলের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর তাদের ম্যাচ। খুব সম্ভত বাংলাদেশের বিরুদ্ধে। ফাইনাল-সহ বাদ বাকি সবকটি ম্যাচ কলম্বোতে হওয়ার কথা ছিল।