নয়াদিল্লি: টানা চার ম্যাচে হার! সেমিফাইনালের দৌড় থেকে বিদায় পাকিস্তানের। ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যর্থ হল গ্রিন আর্মির। ডু অর ডাই অবস্থায় সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে দক্ষিণ আফ্রিকা সহ আগামী সব ম্য়াচগুলিতে জিততে হত পাকিস্তানকে (Pakistan)। কিন্তু তা হল না। পাকিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাবর আজমের (Babar Azam) ক্যাপটেন্সি এখন খাদের কিনারায়। শোনা যাচ্ছে পিসিবি চেয়ারম্যান জাকা আশরফ বাবরের মেসেজের উত্তর পর্যন্ত দিচ্ছেন না। তবে কি পাকাপাকি বাবরকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে চাইছে বোর্ড? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কঠিন সময়ের মধ্য় দিয়ে যাচ্ছে পাকিস্তান। একের পর এক বিপর্যয়ে কার্যত ভেঙে পড়েছে পাক শিবির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে বাবর জানিয়েছিলেন, তাঁরা যেকোনও দলকে হারানোর জন্য় তৈরি।তবে শুধু কথায় কি আর চিড়ে ভেজে? প্রোটিয়াদের বিরুদ্ধেও পরাজয়। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম টানা চার ম্যাচ হারার রেকর্ড করল গ্রিন আর্মি। বাবরের অধিনায়কত্ব নিয়ে আগেই উঠেছে প্রশ্ন। তাঁর পরিবর্তে জাতীয় দলের নেতৃত্ব কার হাতে দেওয়া হবে তার ব্লু প্রিন্টও রয়েছে পিসিবিয়ের মাথায়। তবে এ বার প্রকাশ্যে এল আর এক নতুন খবর। বাবরের মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরফ। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন প্রাক্তন পাক স্পিনার রশিদ লতিফ। তাঁর কথায়, “বেশ কিছুদিন ধরে বাবর জাকা আশরফকে মেসেজ করে যাচ্ছে। কিন্তু সেই মেসেজের কোনও উত্তর দেওয়া হচ্ছে না। এমনকি সলমন নাসিরকেও মেসেজ করে কোনও জবাব পাননি বাবর। কেন অধিনায়কের মেসেজের উত্তর দেওয়া হবে না?” তবে কি বাবরকে কোণঠাসা করতে চাইছে বোর্ড? দানা বাঁধছে প্রশ্ন।
বাবর ও পাক প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছেন রশিদ। পাক ক্রিকেটারদের বেতন না দেওয়ার কারণ পিসিবিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। এই প্রসঙ্গে লতিফ বলেন, “দলের ক্রিকেটার পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। তার বেলা? তাঁদের কি বোর্ডের কথা মেনে চলা উচিত?” বোর্ডের ব্যবহারে খুশি নন পাক ক্রিকেটাররাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাক ক্রিকেটার জানিয়েছেন, বোর্ডের তরফে কোনও সহযোগিতা পাচ্ছেন না তাঁরা। খেলায় হার জিত থাকবেই, কিন্তু বোর্ড দলের পাশে নেই। ক্রিকেটারদের প্রয়োজনগুলোও বোর্ড পর্যন্ত পৌঁছচ্ছে না। ইতিমধ্য়েই পাক টিম ম্যানেজার ইফতিকার নাগিকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। কী চাইছে পাক বোর্ড? যদিও তা এখনও পরিস্কার নয়। তবে এ যে ঝড়ের আগে পূর্বাভাস তা আঁচ করা যাচ্ছে খানিকটা।