AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket Watch Video: করাচিতে পাকিস্তানের টিম হোটেলে আগুন, বাতিল জাতীয় টুর্নামেন্ট

Pakistan Cricket Team: করাচিতে টিম হোটেলে ভয়ঙ্কর আগুন লাগে। এর বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দাও দাও করে জ্বলছে। দমকলের বেশ কয়েকটি গাড়ি দেখা যায়। কোনও প্লেয়ার হতাহত না হলেও ক্রিকেটের সরঞ্জাম পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে।

Pakistan Cricket Watch Video: করাচিতে পাকিস্তানের টিম হোটেলে আগুন, বাতিল জাতীয় টুর্নামেন্ট
Image Credit: ScreenGrab
| Updated on: Nov 18, 2024 | 11:19 PM
Share

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোল। এরই মাঝে করাচিতে বড় দুর্ঘটনা। টিম হোটেলে আগুন। যার জেরে পাকিস্তানের জাতীয় উইমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বন্ধ রাখা হল। অল্পের জন্য রক্ষা পেয়েছেন টিম হোটেলে থাকা পাঁচ ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পাঁচজন প্লেয়ার টিম হোটেলে আটকে পড়েছিল। তাঁদের দ্রুত উদ্ধার করা গিয়েছে। কেউ আহত হয়নি। ওদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

করাচিতে টিম হোটেলে ভয়ঙ্কর আগুন লাগে। এর বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দাও দাও করে জ্বলছে। দমকলের বেশ কয়েকটি গাড়ি দেখা যায়। কোনও প্লেয়ার হতাহত না হলেও ক্রিকেটের সরঞ্জাম পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে। যে কারণে, ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্ট বাতিল করতে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।

সমস্ত ক্রিকেটারকে অন্যত্র রাখার ভাবনা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যদিও বিকল্প কোনও ব্যবস্থা করা যায়নি। এমনকি বিকল্প হোটেলেরও ব্যবস্থা করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের মানসিক পরিস্থিতির কথা ভেবে টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছে পাকিস্তান বোর্ড। টুর্নামেন্ট যদিও পুরোপুরি বাতিলের কথা জানায়নি তারা। বরং মাত্র চার ম্যাচের পর যারা পয়েন্ট টেবলে প্রথম দুইয়ে রয়েছে তাদের মধ্যে একটি ফাইনাল ম্যাচের ভাবনা রয়েছে। তবে সেই দিনক্ষণ এখনও জানায়নি পাক বোর্ড।