করাচি: কলম্বোর এক কুখ্যাত ক্যাশিনোতে গিয়ে ১৯৯৪ সালে ম্যাচ ফিক্সিং বিতর্কে পড়েছিলেন মার্ক ওয়া এবং শেন ওয়ার্ন। ওই ক্যাশিনোতে এক সময় নিয়মিত দেখা যেত পাকিস্তানি (Pakistan) ক্রিকেটারদের। সেই ক্যাশিনোই আর একবার খবরের শিরোনামে। এ বার আর ম্যাচ ফিক্সিংয়ের মতো বিতর্কের জন্ম দেয়নি। কিন্তু ওই ক্যাশিনোতে যাওয়ার অপরাধে শো-কজ করা হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) দুই প্রবাবশালী কর্তাকে। রবিরার রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ছিল ভারত-পাকিস্তানের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। কিন্তু রবিবার মাত্র ২৪.১ ওভার বল গড়িয়েছিল মাঠে। বৃষ্টির কবলে পড়ে ম্যাচ বাতিল হয়ে যায়। বাকি ম্যাচ গড়ায় সোমবার রিজার্ভ ডে-তে। ভারতীয় টিমের কাছে চরম ভরাডুবি হয়েছে বাবর আজমের টিমের। সে সব ছাপিয়ে গিয়ে দুই কর্তার আচরণ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। টিম যখন মাঠে ব্যস্ত, তখন ক্যাশিনোতে কী করছিলেন পিসিবির দুই কর্তা? TV9Bangla Sports এ বিস্তারিত।
রবিবার ভারত-পাক ম্য়াচ ভেস্তে যাওয়ার পর বেশ রাত করেই টিম হোটেলে ফেরেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। পিসিবির ওই দুই কর্তা খাবার না পেয়ে বাধ্য হয়ে ক্যাশিনোতে যান। কলম্বোর অধিকাংশ রেস্তোরাঁ তখন বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে বাধ্য হয়ে যেতে হয়েছিল। দুই কর্তা তাঁদের আত্মপক্ষসমর্থনে বলেছেন, ‘হালাল খাবার’ না পাওয়ায় স্টেডিয়ামে কিংবা হোটেলে তাঁদের খাওয়া হয়নি। এ দিকে রাত হয়ে যাওয়ায় কলম্বোর অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে বাধ্য হয়ে কলম্বোর সেই কুখ্যাত ক্যাশিনোতে যেতে বাধ্য হন। তাঁরা খাবার খেয়ে ফিরে আসেন। ক্যাশিনোতে আর অন্য কিছু করতে দেখা যায়নি তাঁদের। তাতেও যে বিতর্ক থামছে তা নয়। তবে এ নিয়ে পিসিবির তরফে কোনও মন্তব্য করা হয়নি।
পাক বোর্ডের দুই প্রভাবশালী কর্তা উমর ফারুক কালসন ও আদনান আলি, যাঁরা আবার ক্রিকরেট টিমের সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে, তাঁরা এমন কাণ্ড ঘটানোয় বেশ অস্বস্তিতে পড়েছে পিসিবি। পাকিস্তানের নামী খবরের কাগজ ‘ডেইলি জঙ্গ’ এ নিয়ে প্রথম খবর করে। বাকি পাক মিডিয়া এ নিয়ে ফলোআপ করেছে। এই খবর যে পাকিস্তানকে অস্বস্তিতে ফেলে দিয়েছে সন্দেহ নেই। দুই কর্তাকে শো-কজ করা হলেও শৃঙ্খলাভঙ্গের কোনও অভিযোগ আনা হয়নি। ডিসিপ্লিনারি কমিটিও কোনও সিদ্ধান্ত জানায়নি। পিসিবির সিইও সলমন নাসির ক্যাশিনোর ঘটনা নিয়ে ওই দুই কর্তার কাছে ব্যাখ্যা চেয়েছেন। এই মুহূর্তে পিসিবির চেয়ারম্যান জ়াকা আশরফ কলম্বোতেই সপরিবারে হাজির রয়েছেন। তিনিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।