Pakistan Cricket : পাঁচতারা হোটেলে থাকার লোভ! এশিয়া কাপ নিয়ে কাঠগড়ায় পাক বোর্ডের কর্তারা

গত ছয়মাস ধরে এশিয়া কাপ আয়োজন নিয়ে রীতিমতো দড়ি টানাটানি হয়েছে। পিসিবির বিদায়ী চেয়ারম্যান নজম শেঠির তীক্ষ্ণ মন্তব্য, হুঁশিয়ারি কাজে লাগেনি। বিসিসিআই নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে।

Pakistan Cricket : পাঁচতারা হোটেলে থাকার লোভ! এশিয়া কাপ নিয়ে কাঠগড়ায় পাক বোর্ডের কর্তারা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 4:20 PM

কলকাতা:  হাইব্রিড মডেলে হচ্ছে এ বারের এশিয়া কাপ (Asia Cup 2023)। ২০২৩ এশিয়া কাপ যৌথভাবে আয়োজন করছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ৪টি ম্যাচ খেলা হবে পাকিস্তানে। বাকি ৯টি ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কায়। এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। মূলত হাইব্রিড মডেলের প্রস্তাব রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের গিয়ে ভারত এশিয়া কাপ খেলতে না চাওয়ায় হাইব্রিড মডেল ছাড়া বিকল্প পথ খুঁজে পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রস্তাবে সায় দিয়েছে এশীয় ক্রিকেট কাউন্সিল। ভারতীয় দল এশিয়া কাপের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায়। এতে সাপও মরল আবার লাঠিও ভাঙল না। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই পিসিবির (PCB) এই সিদ্ধান্তে খুশি নয়। পিসিবি কর্তাদের হাইব্রিড মডেলের প্রস্তাবের পিছনে অদ্ভুত কারণ খুঁজে পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল। তিনি বলেছেন, “বিদেশে গিয়ে পাঁচতারা হোটেলে থাকার লোভেই পাক ক্রিকেট বোর্ডের কর্তারা এশিয়া কাপ বিদেশের নিয়ে গিয়েছেন।” বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

গত ছয়মাস ধরে এশিয়া কাপ আয়োজন নিয়ে রীতিমতো দড়ি টানাটানি হয়েছে। পিসিবির বিদায়ী চেয়ারম্যান নজম শেঠির তীক্ষ্ণ মন্তব্য, হুঁশিয়ারি কাজে লাগেনি। বিসিসিআই নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছে। বিসিসআই চেয়েছিল নিরপেক্ষ ভেনুতে হোক এশিয়া কাপ। অন্যদিকে পাকিস্তানও এশিয়া কাপ আয়োজন হাতছাড়া হতে দিতে চায়নি। তাই হাইব্রিড মডেল ছাড়া পাকিস্তানের হাতে আর কোনও উপায় ছিল না। পাক ক্রিকেট বোর্ডে ভাবী চেয়ারম্যান জাকা আশরফ সিদ্ধান্ত মেনে নিলেও হাইব্রিড মডেলের জোর সমালোচনা করেছেন। তিনি হলে এমন প্রস্তাব কখনওই দিতেন না। এদিকে হাইব্রিড মডেল নিয়ে নজম শেঠির প্রশংসা করেও প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল পিসিবি কর্তাদের রীতিমতাে ধুয়ে দিয়েছেন।

তিনি বলেন, “নজম শেঠিকে এর জন্য ধন্যবাদ। হাইব্রিড মডেলের প্রস্তাব মেনে নেওয়া হয়েছে কারণ এতে ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে রয়েছে। তবে ওরা (নজম শেঠিরা) দুবাই বা শ্রীলঙ্কায় এশিয়া কাপ নিয়ে গিয়েছে যাতে বিদেশে গিয়ে পাঁচ তারা হোটেলে থাকতে পারে।”