Bizzare Cricket Match: ৯ রানে শেষ প্রতিপক্ষ, ৪ বলে ম্যাচ জয়, এ কেমন আন্তর্জাতিক ক্রিকেট?

Philippines vs Thailand : যে টিম ক্রিকেট খেলার অ-আ-ক-খ জানে না, তাদের আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে দেওয়া মানে তো লোক হাসানো।

Bizzare Cricket Match: ৯ রানে শেষ প্রতিপক্ষ, ৪ বলে ম্যাচ জয়, এ কেমন আন্তর্জাতিক ক্রিকেট?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 12:18 PM

কলকাতা: ক্লাব ক্রিকেটে অনেক সময় কোনও ব্যাটার ট্রিপল সেঞ্চুরি করে চমকে দেন। কোনও বোলার একাই নিয়ে নেয় ১০ উইকেট। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এমন ছবি খুব বেশি দেখা যায় না। যেমন দেখা যায় না, ১০ রানেরও কম রানে কোনও টিমের অলআউট হয়ে যাওয়া। কিংবা মাত্র ৪ বলে ম্যাচ জিতে নেওয়া। আন্তর্জাতিক ম্যাচে আজকাল এমন ছবি প্রায় দেখা যাচ্ছে। এই আশ্চর্য ঘটনা ঘটল মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে। যা দেখে সবারই চোখ কপালে উঠে গিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে আইসিসিকে (ICC) নিয়ে। এই রকম ম্যাচ আয়োজন করার দরকার আছে কি? যে টিম ক্রিকেট খেলার অ-আ-ক-খ জানে না, তাদের আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে দেওয়া মানে তো লোক হাসানো। আইসিসি অবশ্য এ নিয়ে নীরব। কিন্তু ক্রিকেট মহলের গুঞ্জন থামছে না। মাঠে কী ঘটল, বিস্তারিত TV9 Bangla Sports-এ।

থাইল্যান্ড আর ফিলিপিন্সের মেয়েদের টিমের আন্তর্জাতিক ম্যাচে ঘটল এমন অবাক করা ঘটনা। আগে ব্যাট করতে নেমে ১১.১ ওভারে মাত্র ৯ রান করে অলআউট হয়ে যায় ফিলিপিন্স। মাত্র দু’জন ব্যাটার ২ করে রান করতে পেরেছেন। থাইল্যান্ডের তরফে অতিরিক্ত ১ রান হলে ৮ হল দলীয় রান। ১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে মাত্র ৪ বল খেলেই জয় পেয়ে যায় থাইল্যান্ড। মেয়েদের ক্রিকেটে অবশ্য মাঝে মাঝেই এমন আশ্চর্য ঘটনা ঘটে। কিন্তু হালফিলে মেয়েদের ক্রিকেটও অনেক এগিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে মেয়েদের ক্রিকেটেও। বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে নানা দেশে। সেই মেয়েদের ক্রিকেটেই এমন ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই। থাইল্যান্ডের বোলার থিপাতচা পুত্থাওয়াং ৪ উইকেট নিয়েছেন। ৩ উইকেট নিয়েছেন ওন্নিচা কামচম্পু, ১ উইকেট নাট্টায়া বুচাথামের।

মেয়েদের ক্রিকেটে অবশ্য ফিলিপিন্সের এই ৯ রান সর্বনিম্ন স্কোর নয়। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৬ রানে অলআউট হয়ে গিয়েছিল মালদ্বীপ। সেই তারাই আবার নেপালের বিরুদ্ধে এই বছরই ৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। সর্বনিম্ন রানের তালিকায় তিন নম্বরে জায়গা পেয়েছে ফিলিপিন্স টিম। এরই মধ্যে থাইল্যান্ড আবার বিশ্বরেকর্ড করে ফেলেছে। সবচেয়ে কম বলে প্রতিপক্ষকে হারানোর।