Marcus Stoinis : নিউইয়র্কের রাস্তায় মডেল হলেন অজি ক্রিকেটার, চিনতেই পারলেন না ফটোগ্রাফার!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 11, 2023 | 7:30 AM

নিউইয়র্কের পথে বান্ধবী সারাকে নিয়ে ঘুরছিলেন অজি ক্রিকেটার মার্কাস স্টইনিস। তাঁদের পথ আটকান এক স্ট্রিট ফটোগ্রাফার। তারপর যা হল...

Marcus Stoinis : নিউইয়র্কের রাস্তায় মডেল হলেন অজি ক্রিকেটার, চিনতেই পারলেন না ফটোগ্রাফার!

Follow Us

কলকাতা : মেজর লিগ ক্রিকেটে খেলছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মার্কাস স্টইনিস। টুর্নামেন্ট শেষ হওয়ার পরও কিছুদিন নিউইয়র্কে থেকে যান ক্রিকেটার। বান্ধবী সারাকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাচ্ছিলেন। তারই মাঝে ঘটল এক অদ্ভুত ঘটনা। নিউইয়র্কের পথে বান্ধবী সারাকে নিয়ে ঘুরছিলেন অজি ক্রিকেটার মার্কাস স্টইনিস। তাঁদের পথ আটকান এক স্ট্রিট ফটোগ্রাফার। বিনামূল্যে ফটোশুট করে সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ওই আমেরিকান ফটোগ্রাফার ডেভিড গুয়েরো। স্টইনিস এবং তাঁর বান্ধবীর ফটো তোলার আবদার করেন। তাঁরাও রাজি হয় যান। এদিকে আমেরিকায় ক্রিকেট সেভাবে জনপ্রিয় না হওয়ায় ওই ফটোগ্রাফার অজি ক্রিকেটারকে চিনতেই পারেননি। স্টইনিসও পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেননি। ভিডিয়োটি আপলোড করার পর কমেন্ট বক্স পড়ে ডেভিড গুয়েরাে বুঝতে পারেন, অজান্তেই এক জনপ্রিয় ক্রিকেটারের বিনামূল্যে ফটোসেশন করেছেন তিনি। কেমন ছিল সেই অভিজ্ঞতা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিউইয়র্কের পথে হেঁটে যাচ্ছেন স্টইনিস ও তাঁর বান্ধবী। তখন ডেভিড তাঁদের পথ আটকে বলেন, “আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। আমার নাম ডেভিড। আমি একজন ফটোগ্রাফার। আপনাদের একসঙ্গে দারুণ লাগছে। আপনাদের কিছু ফটো তুলতে চাই।” প্রথমে প্রস্তাব নাকচ করে দেন স্টইনিসরা। পরে ডেভিড তাঁর ইনস্টাগ্রাম দেখালে রাজি হয়ে যান দু’জনে। এরপর স্টইনিস ও সারার একসঙ্গে ও আলাদা আলাদা কয়েকটি ছবি তোলেন। স্টইনিসের পোজ দেওয়ার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল, তিনি বিষয়টিতে খুব মজা পেয়েছেন। শার্টের বোতাম খুলে, বিভিন্ন মুখভঙ্গি করে ছবি তোলেন। ফটোসেশনের ফাঁকেই ডেভিড জিজ্ঞেস করেন, আপনারা কোথা থেকে এসেছেন? স্টইনিসরা বলেন, অস্ট্রেলিয়া থেকে।

এরপর সোশ্যাল মিডিয়া ভিডিয়োটি পোস্ট করতেই কমেন্টের ঝড় বয়ে যায়। ডেভিড গুয়েরো ক্যাপশনে লিখেছিলেন, স্ট্রিট ফটোগ্রাফি…এই সুন্দর অস্ট্রেলিয়ান কাপলের সঙ্গে। একজন লেখেন, “ডেভিড তুমি সত্যিই জানো না এই অস্ট্রেলিয়ান কাপল কারা?” কমেন্ট বক্সে প্রায় প্রত্যেকেই স্টইনিসের সঙ্গে ডেভিডের ‘পরিচয়’ করিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েন। পরে ওই ফটোগ্রাফার স্টইনিস ও সারা আরও কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, “এজন্য নিজের কাজটা এত ভালোবাসি। কার সঙ্গে যে কখন দেখা হয়ে যায়।”

Next Article