Tilak Varma Suryakumar Yadav : ‘এশিয়া কাপে তিলকই চাপে রাখবেন সূর্যকুমারকে’, মত প্রাক্তন অজি ক্রিকেটারের
এই সুস্থ প্রতিযোগিতা ভারতীয় দলের জন্য ইতিবাচক বলে মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্য়াথু হেডেন।
কলকাতা : আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। টিমে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তিলক ভার্মাকে। ক্য়ারিবিয়ান সফরে টি ২০তে অভিষেক হয়েছে তিলকের। এখনও ওডিআই অভিষেকের অপেক্ষায় হায়দরাবাদের বাঁ হাতি ব্যাটার। টি ২০ সিরিজে ভালো পারফর্ম্য়ান্সের সুবাদে সরাসরি ওডিআই অভিষেকের জন্য এশিয়া কাপে ডাক পেয়েছেন তিলক (Tilak Varma)। ২০ বছরের ক্রিকেটারের কাছে যা স্বপ্নের মতো। বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাথু হেডেন। তাঁর মতে তিলকের উপস্থিতিতে ভারতীয় দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকবে। চাপ পড়বে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) উপর। এটা ভারতীয় দলের জন্যই মঙ্গল। বিস্তারিত রইল TV9 Bangla Sports- র এই প্রতিবেদনে।
হেডেন বলেছেন, “তিলক ভার্মার ক্লাস আমরা দেখেছি। আমার মতে এটা একটা দারুণ কৌশল। শুধুমাত্র এই বিশ্বকাপ নয় পরের বছরের বিশ্বকাপের জন্যও। ভারতের ব্যাপারে একটা দারুণ বিষয় হল তাদের টপ অর্ডার বেশ শক্তিশালী। অস্ট্রেলিয়ার মতোই কিছুটা। গত চার পাঁচ মাসের পারফরম্যান্স দেখলে বোঝা যাবে ওরা কতটা ভালো এবং শক্তিশালী। যাকে বলে ইঞ্জিন রুম। তবে মিডল অর্ডারে কিছু সমস্যা রয়ে গিয়েছে যার সমাধান প্রয়োজন।” হেডেনের মতে মিডল অর্ডারের এই সমস্যার সমাধান করে দিতে পারেন তিলক ভার্মার মতো তরুণ ক্রিকেটার। সূর্যকুমার যাদবের উপর তিনিই চাপ সৃষ্টি করতে পারেন। এটা খুব ভালো স্ট্যাটেজি। এখানে সবাইকে পারফর্ম করে যেতে হবে। তিলকের জায়গা পাওয়াটা খুব একটা খারাপ বিষয় নয়। আমার মতে দারুণ একটা দল গঠন হয়েছে।”
টি ২০তে সূর্যকুমার যাদব ম্যাচ জেতানো ব্যাটার। তবে ৫০ ওভারের ফরম্যাটে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে পারেননি সূর্য। অনেকেই এশিয়া কাপে সূর্যকুমারের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। টম মুডির মতো প্রাক্তনীরা ‘ভাগ্যের জোরে’ সুযোগ পেয়েছেন বলেও কটাক্ষ করতে ছাড়েননি। ম্যাথু হেডেনের মতে, এশিয়া কাপে তিলকের উপস্থিতিই সূর্যকুমারকে ভালো পারফর্ম করার তাগিদ জোগাবে। এই সুস্থ প্রতিযোগিতা ভারতের মিডল অর্ডারের সমস্যা সমাধান করে দিতে পারে বলে মত তাঁর।