বেঙ্গালুরু: বিশ্বের অন্যতম সেরা ওপেনার। টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে। বিধ্বংসী মেজাজে ব্যাটিংই পছন্দ রোহিত শর্মার। ওডিআই ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরিও রয়েছে! একটা সময় যা ভাবাই যেত না। ২০১৯ বিশ্ব কাপ থেকে অতি আক্রমণাত্মক ব্যাটিংয়ে যেন অনেক কিছু মিস করেছেন রোহিত শর্মা। গত ওয়ান ডে বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। এই ফরম্যাটে ২৭টি সেঞ্চুরি ছিল তাঁর। গত চার বছরে যোগ হয়েছে মাত্র তিনটি সেঞ্চুরি! ঝুঁকিপূর্ণ ব্যাটিংয়েই কি এমন পরিস্থিতি? অধিনায়ক রোহিত এশিয়া কাপ এবং বিশ্বকাপেও কি একই স্টাইলে খেলবেন? খোলসা করলেন নিজেই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে সংবাদ সংস্থা পিটিআইকে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন রোহিত শর্মা। ঝুঁকিপূর্ণ ব্যাটিংয়ের ধরণ প্রসঙ্গে বলেন,’আমি আরও ঝুঁকি নিতে চেয়েছিলাম। সে কারণেই পরিসংখ্যান এরকম। এই সময়কালে আমার স্ট্রাইকরেট বেড়েছে। তবে গড় কিছুটা হলেও কমেছে। ব্য়াটিং কোচ বিক্রম রাঠোরও বলছিল, অতিরিক্ত ঝুঁকির কারণেই বড় স্কোর হচ্ছে না।’
ওয়ান ডে ফরম্যাটে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯। পরের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ করেন রোহিত। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বাধিক স্কোর। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলেন রোহিত। বড় সেঞ্চুরি শেষ এসেছে ২০১৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে ১৫০ প্লাস স্কোর করেছিলেন।’
দলের স্বার্থে কোনও একটা বিষয়ে আপোস করতেই হত, এমনটাই মনে করেন রোহিত। আরও যোগ করলেন, ‘ওয়ান ডে কেরিয়ারে আমার স্ট্রাইক রেট প্রায় ৯০। গত কয়েক বছরে স্ট্রাইকরেট ১০৫-১১০। কোনও একটা জায়গায় আপোস করতেই হত। ৫৫ ব্যাটিং গড় এবং ১১০ স্ট্রাইকরেট ধরে রাখা সহজ নয়।’
টিমের থেকে কোনও বার্তা নয়। বরং নিজের মর্জিতেই এই ব্যাটিং স্টাইল, জানালেন রোহিত। এশিয়া কাপ এবং বিশ্বকাপেও একই মানসিকতায় ব্যাটিং করবেন। তাতে বিশাল স্কোর না এলেও আক্ষেপ নেই। দলের প্রয়োজনেই নজর রোহিতের।