ওয়াশিংটন : আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ (ICC ODI Cricket World Cup 2023)। আটটি দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে। বাকি দুটি স্থানের জন্য লড়াই চলছে ১০ দলের। জিম্বাবোয়েতে বর্তমানে চলছে ২০২৩ আইসিসি ওডিআই বিশ্বকাপের কোয়ালিফায়ার। ওই দশটি দলের মধ্যেই রয়েছে আমেরিকা। সেই টিমকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে দাঁড়িয়ে কোয়ালিফায়ারে অ্যারোন জোন্সদের সাফল্য কামনা করলেন মোদী। তাঁর আশা, বছর শেষে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলবে আমেরিকা। ভারতের প্রধানমন্ত্রী যখন হোয়াইট হাউসে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন, তখন জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে তৃতীয় নম্বর ম্যাচ হেরে বিধ্বস্ত ইউএসএ টিম! বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বর্তমানে জিম্বাবোয়েতে চলতি আইসিসি ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলছে ইউএসএ টিম। এখনও পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই হেরে গিয়েছেন অ্যারন জোন্সরা। প্রথম ম্যাচটি ছিল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ম্যাচটি ৩৯ রানে হেরে যায় আমেরিকা। পরের দুটি ম্যাচ নেপাল ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরেছে তারা। বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে ডাচ দলের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে যায় ইউএসএ টিম। একইদিনে হোয়াইট হাউসে অফিশিয়াল স্টেট ডিনারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বেসবলের পাশাপাশি আমেরিকায় ক্রিকেটও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আমেরিকান টিম ওডিআই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার লক্ষ্য নেমেছে। তা বছর শেষে অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। আমি তাদের শুভেচ্ছা জানাই ও সাফল্য কামনা করি।”
ক্রিকেট সর্বস্ব দেশ ভারত। দু’বারের ওডিআই ও একবারের টি-২০ বিশ্বকাপজয়ী। ব্যাটে-বলের জগতে যে দেশের সুনাম সর্বজনবিদিত। সেই দেশের প্রধানমন্ত্রীর মুখে প্রশংসা শুনে আনন্দিত মার্কিন মুলুকের ক্রিকেট জগৎ। ভারতের তুলনায় আমেরিকার ক্রিকেটকে নেহাতই ‘শিশু’ বলা যায়। বেসবল, বাস্কেটবলের জনপ্রিয়তাকে পাশে রেখে দেশটি সবেমাত্র গুরুত্ব সহকারে ক্রিকেট খেলা শুরু করেছে। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে সহযোগী দেশের মর্যাদা দেয় আইসিসি। এর পাশাপাশি আগামী জুলাই মাস থেকে শুরু হতে চলেছে মেজর লিগ ক্রিকেট। আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মেজর লিগ ক্রিকেটে বিনিয়োগ করেছে। জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-২০ ক্রিকেটের বিনোদন। পাশাপাশি আগামীদিনে টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি ইভেন্ট আয়োজনের ভার তুলে নিতে চায় দেশটি। সব মিলিয়ে বেসবল, বাস্কেটবল সর্বস্ব দেশটিতে ক্রিকেটের উন্নতি দেখে পুলকিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।