কলকাতা : ভারত-পাকিস্তান ম্যাচ ধুয়ে গিয়েছে বৃষ্টিতে। আগামী বেশ কয়েকদিন পাল্লেকেলে ও কলম্বোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুটি জায়গায় এশিয়া কাপের (Asia Cup 2023) ম্যাচগুলি খেলা হচ্ছে। ভারত-পাক ম্যাচটি ভেস্তে যাওয়ার পর আঙুল উঠছে এশিয়া কাপ আয়োজক এসিসির উপর। বলা ভালো এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের উপর। শ্রীলঙ্কায় এখন বর্ষার শেষ মরসুম। এই সময়ে প্রতিবছরই প্রবল বৃষ্টি হয়। আবহাওয়ার হাল হকিকত জানা সত্ত্বেও কেন শ্রীলঙ্কাকে ভেনু বেছে নেওয়া হল? প্রশ্ন তুলেছেন প্রাক্তন পিসিবি প্রধান নজম শেঠি (Najam Sethi)। তাঁর মতে, খেলাধুলো নিয়ে রাজনীতি করা হচ্ছে। বলা বাহুল্য, তিনি সরাসরি আঙুল তুলেছে এসিসি প্রধান জয় শাহের দিকে। তিনি পদে থাকাকালীন সংযুক্ত আরব আমিরশাহিতে খেলার প্রস্তাব দিয়েছিলেন। তাতে রাজি হয়নি এশীয় ক্রিকেট কাউন্সিল। শেঠির মতে, খুব দুর্বল অজুহাত দেখিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচ আয়োজনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
হাইব্রিড মোডের প্রস্তাব মেনে নেওয়ার পর এশিয়া কাপের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে কর্ণপাত করেননি এসিসি কর্তারা। নজম শেঠি লিখেছেন, “ক্রিকেটের সব থেকে বড় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল। খুব হতাশাজনক এটা। বৃষ্টির পূর্বাভাস তো আগে থেকে ছিল। পিসিবির চেয়ারম্যান থাকাকালীন এসিসির কর্তাদের বলেছিলাম ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করতে। শ্রীলঙ্কাকে আয়োজনের দায়িত্ব পাইয়ে দিতে দুর্বল অজুহাত দেওয়া হল। দুবাইয়ে নাকি তখন ভীষণ গরম থাকে। অথচ গতবছর ওখানেই এশিয়া কাপ হয়েছিল। আইপিএলও হয়েছে। খেলা নিয়ে রাজনীতি চলছে। এগুলো ক্ষমারও অযোগ্য।”
How disappointing! Rain mars the greatest contest in cricket. But this was forecast. As PCB Chair, I urged the ACC to play in UAE but poor excuses were made to accommodate Sri Lanka. Too hot in Dubai, they said. But it was as hot when the Asia Cup was played there last time in…
— Najam Sethi (@najamsethi) September 2, 2023
শনিবারের ভারত-পাক ম্যাচ ধুয়ে যেতেই সোশ্যাল মিডিয়ায় রব তোলেন শেঠি। আমিরশাহির পরিবর্তে শ্রীলঙ্কাকে বেছে নেওয়ার নেপথ্যে রাজনীতি ছাড়া অন্য কিছুই দেখছেন না তিনি। গত কয়েকদিনের কলম্বোর ওয়েদার ফোরকাস্টের স্ক্রিনশট টুইট করে লিখেছেন, “কেউ ক্রিকেট খেলা দেখতে যেতে চান? অবশ্যই ছাতা নিয়ে যাবেন।”