NAG vs BEN Day One: প্রদীপ্তর পাঁচ উইকেট, ভালো শুরু বাংলার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 27, 2022 | 7:20 PM

Ranji Trophy 2022-23, Nagaland vs Bengal: নাগাল্য়ান্ড ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েন চেতন বিস্ত। ১৫৪ বলের ধৈর্যশীল ৬৪ রানের ইনিংস খেলেন। তবে নিয়মিত ব্য়বধানে উইকেট নিতে থাকে বাংলা। দিনের শেষ দিকে চেতন বিস্তকে বোল্ড করে বাংলা শিবিরে স্বস্তি আনেন প্রদীপ্ত প্রামাণিক।

NAG vs BEN Day One: প্রদীপ্তর পাঁচ উইকেট, ভালো শুরু বাংলার
Image Credit source: CAB, twitter

Follow Us

সোভিমা : চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে তৃতীয় ম্যাচ এবং প্রথম অ্যাওয়ে ম্যাচ। নাগাল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম দিন ভালো কাটল বাংলার। বাঁ হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক পাঁচ উইকেট নেন। বোলিং বিভাগের সৌজন্যে প্রথম দিন বাংলা অনেক ভালো জায়গায়। প্রথমে ব্য়াট করতে নামা নাগাল্যান্ড প্রথম দিনের শেষে তুলেছে ৯ উইকেটে ১৬৬। প্রদীপ্তর ৪৩ রানে ৫ উইকেটের পাশাপাশি ঈশান পোড়েল এবং শাহবাজ আহমেদ ১টি করে উইকেট নেন। মন্দ আলোয় প্রথম দিন মাত্র ৬২ ওভার খেলা হয়েছে। সরাসরি জিততে হলে দ্রুত প্রতিপক্ষকে অলআউট করা ছাড়া উপায় নেই। বিস্তারিত TV9Bangla-য়।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাগাল্য়ান্ড। বাংলার হয়ে এ দিন অভিষেক হল করণ লালের। প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেকে নজর কাড়লেন করণও। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে নাগাল্য়ান্ড। প্রতিরোধ গড়ার মরিয়া চেষ্টা ছিল নাগাল্য়ান্ড ব্য়াটারদের মধ্যে। অবশেষে নবম ওভারে প্রথম সাফল্য পায় বাংলা। যুগন্দর সিংকে রান আউট করেন অভিমন্য়ু ঈশ্বরণ। ২ বলের ব্যবধানে শ্রীকান্ত মুন্ডেকে ফেরান শাহবাজ আহমেদ। প্রদীপ্ত প্রামাণিক তৃতীয় উইকেট হিসেবে ফেরান জোসুয়াকে।

নাগাল্য়ান্ড ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েন চেতন বিস্ত। ১৫৪ বলের ধৈর্যশীল ৬৪ রানের ইনিংস খেলেন। তবে নিয়মিত ব্য়বধানে উইকেট নিতে থাকে বাংলা। দিনের শেষ দিকে চেতন বিস্তকে বোল্ড করে বাংলা শিবিরে স্বস্তি আনেন প্রদীপ্ত প্রামাণিক। তাঁর পাঁচ উইকেট, ঈশান-শাহবাজের ১টি করে উইকেট। দুটি রান আউট করেন অভিমন্য়ু ঈশ্বরণ। দ্বিতীয় দিন নাগাল্যান্ড ইনিংসকে দ্রুত গুটিয়ে বড় রান তোলাই লক্ষ্য় বাংলার। প্রথম দু ম্য়াচে সরাসরি জয়ের সুযোগ বাংলার। প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্য়াচে তিন পয়েন্ট পায়। দু-ম্য়াচে ৯ পয়েন্ট। এই ম্যাচ থেকে অন্তত ৬ পয়েন্টই লক্ষ্য় বাংলার।

Next Article