Pranab Roy: বহমরপুরে পঙ্কজ রায় ক্রিকেট অ্যাকাডেমি, উদ্বোধন করলেন প্রাক্তন ক্রিকেটার প্রণব রায়

Ex Cricketer Pranab Roy: কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার প্রয়াত পঙ্কজ রায়ের নামে এই অ্যাকাডেমিতে তরুণ প্রতিভার লালনপালন করা হবে। পেশাদার ক্রিকেট কোচিং যেমন থাকবে, শৃঙ্খলা, টিমগেম, খেলার প্রতি শ্রদ্ধার মতো মূল্যবোধের শিক্ষাও দেওয়া হবে খুদে ক্রিকেটারদের। মুর্শিদাবাদ সেন্টার হল কলকাতার বাইরে অ্যাকাডেমির প্রথম সম্প্রসারণ।

Pranab Roy: বহমরপুরে পঙ্কজ রায় ক্রিকেট অ্যাকাডেমি, উদ্বোধন করলেন প্রাক্তন ক্রিকেটার প্রণব রায়

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 13, 2026 | 9:17 PM

কলকাতা: মুর্শিদাবাদ জেলা থেকে আগামী দিনে তারকা তুলে আনাটাই লক্ষ্য। আর সেই লক্ষ্যপূরণের জন্য অত্যাধুনিক ক্রিকেট অ্যাকাডেমির পথচলা শুরু হল। দ্য পঙ্কজ রায় ক্রিকেট অ্যাকাডেমি সূচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং জাতীয় নির্বাচক শ্রী প্রণব রায়। মুর্শিদাবাদের বহরমপুরের এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায়। জেলা অধ্যায়ের সূচনা হল। পশ্চিমবঙ্গের ক্রিকেটকে মানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার প্রয়াত পঙ্কজ রায়ের নামে এই অ্যাকাডেমিতে তরুণ প্রতিভার লালনপালন করা হবে। পেশাদার ক্রিকেট কোচিং যেমন থাকবে, শৃঙ্খলা, টিমগেম, খেলার প্রতি শ্রদ্ধার মতো মূল্যবোধের শিক্ষাও দেওয়া হবে খুদে ক্রিকেটারদের। মুর্শিদাবাদ সেন্টার হল কলকাতার বাইরে অ্যাকাডেমির প্রথম সম্প্রসারণ। জেলা জুড়ে খেলোয়াড়দের জন্য আধুনিক ক্রিকেট কোচিং তুলে ধরাই হবে কোচেদের কাজ। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত LMET ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শ্রী প্রকাশ ঘোষ হাজির ছিলেন। কোচ শ্রী অভিষেক দে সরকার সহ বিশিষ্ট এবং ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

নবনির্মিত এই অ্যাকাডেমির একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হল মেয়েদের জন্য কোচিং। মেয়েদের ক্রিকেট এখন অনেক আধুনিক হয়েছে। জেলাস্তর থেকেও মেয়ে ক্রিকেটার উঠে আসছে। মেয়েদের ক্রিকেটের জন্য মুর্শিদাবাদ থেকে নতুন প্রতিভা তুলে আনাই কাজ। সে কথা মাথায় রেখেই মেয়েদের জন্য রাখা হচ্ছে অত্যাধুনিক পরিকাঠামো।