
কলকাতা: মেয়েদের বিশ্বকাপের শেষ চারে পা রেখেছে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৩০ নভেম্বর, বৃহস্পতিবার নভি মুম্বইয়ে বিশ্বকাপের সেমিফাইনাল। তার আগে প্রবল চাপে পড়ে গেল ভারত। চোটের কারণে ছিটকে গেলেন দিল্লির এক তারকা। তিনি আর কেউ নন, প্রতীকা রাওয়াল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে দুরন্ত পারফর্ম করেছিলেন। স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেন করতে নেমে ১২২ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু সেই প্রতীকাকে পাচ্ছে না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচের আগে হরমনপ্রীত কৌরের টিম প্রবল চাপে পড়ে গেল। পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। গত দু’বারের চ্যাম্পিয়নরা এ বারও খেতাবের খোঁজে নেমেছে ভারতে। অজিদের বিরুদ্ধে প্রতীকাকে না পাওয়া মানে ব্যাকফুটে থাকবে ভারতীয় দল।
বাংলাদেশের বিরুদ্ধে কার্যত নিয়মরক্ষার ম্যাচে দুর্ঘটনা ঘটে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচেই ফিল্ডিং করার সময় হাঁটু ও গোড়ালিতে চোট পেয়েছেন প্রতীকা। ২১তম ওভারে ভেজা মাঠে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে তাঁর গোড়ালি ও হাঁটু টুইস্ট হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি মাঠের বাইরে চলে যান। ব্যাট করতেও নামেননি। তাঁর বদলে আমনজ্যোৎ কৌরকে ওপেন করতে দেখা গিয়েছে স্মৃতির সঙ্গে। ভারতীয় ওপেনার অস্ট্রেলিয়া তো বটেই, ভারত যদি ফাইনালে ওঠেন, সেই ম্যাচও খেলতে পারবেন না। অস্ট্রেলিয়া ম্যাচের আগে খারাপ খবর ভারতের জন্য।
🚨 BREAKING
Pratika Rawal ruled out of the #ICCWomensWorldCup2025 semifinal against Australia owing to a severe ankle sprain. She got injured in the Bangladesh match.#BREAKING @BCCIWomen @BoriaMajumdar @TrishaGhosal @snehasis_95 pic.twitter.com/RFaxYwXi1Y
— RevSportz Global (@RevSportzGlobal) October 27, 2025
প্রশ্ন হল, প্রতীকার বদলে কাকে খেলানো হতে পারে সেমিফাইনালে। ভারতের হাতে ঠিকঠাক বদলি নেই। বিশেষ করে প্রতীকা দুরন্ত ফর্মে ছিলেন। স্মৃতি একদিকে যখন বিস্ফোরক ব্যাটিং করেন, তখন উল্টো দিকে ধীরে ধীরে ইনিংস গড়ার চেষ্টা করেন প্রতীকা। যে কারণে ভারতের স্মৃতি-প্রতীকা ওপেনিং জুটি এতটা কার্যকর ভূমিকা নিয়েছে মেয়েদের বিশ্বকাপে। প্রতীকার বদলে শেফালি ভার্মাকে খেলতে দেখা যেতে পারে। শেফালির অবশ্য অস্ট্রেলিয়ানদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। যা কাজে লাগতে পারে ভারতের।