Shashank Singh, IPL 2024: শশাঙ্ক কোনও কিছুর শিকার নয়… হঠাৎ প্রীতি কেন মুখ খুললেন তারকাকে নিয়ে?

শশাঙ্ক অবশ্য গত বছর ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামেই আলোচনায় চলে এসেছিলেন। পঞ্জাব তাঁকে কেনার পর জানা যায়, ৩২ বছরের শশাঙ্ক নয়, ১৯ বছরের শশাঙ্ক সিংকে কিনতে চেয়েছিল টিম। কিন্তু ভুল করে ৩২ বছরের অলরাউন্ডারকে কিনে ফেলেছিল তারা। বিতর্ক এতটাই বড় চেহারা নেয় যে, পঞ্জাব বিবৃতি দিতে বাধ্য হয়।

Shashank Singh, IPL 2024: শশাঙ্ক কোনও কিছুর শিকার নয়... হঠাৎ প্রীতি কেন মুখ খুললেন তারকাকে নিয়ে?
Shashank Singh, IPL 2024: শশাঙ্ক কোনও কিছুর শিকার নয়... হঠাৎ প্রীতি কেন মুখ খুললেন তারকাকে নিয়ে?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 05, 2024 | 7:40 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেটে এখন আলোচনার মুখ শশাঙ্ক সিং (Shashank Singh)। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২০০ রান তাড়া করতে নেমে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ছত্তীশগঢ়ের ক্রিকেটার। ৩২ বছরের ছেলের ২৯ বলে ৬১ নট আউট ইনিংসটা নিয়ে চলছে চর্চা। তবে হঠাৎ করে উঠে আসা নয়, শশাঙ্ক ঘরোয়া ক্রিকেটে পরিচিত টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে। সেই তিনিই আইপিএল অভিযান শুরু করেছিলেন শূন্য রান করে। আরসিবির বিরুদ্ধে পরের ম্যাচে করেছিলেন ২১। সেই ছেলেই এ বার একার দায়িত্ব জেতালেন পঞ্জাব কিংসকে।

শশাঙ্ক অবশ্য গত বছর ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামেই আলোচনায় চলে এসেছিলেন। পঞ্জাব তাঁকে কেনার পর জানা যায়, ৩২ বছরের শশাঙ্ক নয়, ১৯ বছরের শশাঙ্ক সিংকে কিনতে চেয়েছিল টিম। কিন্তু ভুল করে ৩২ বছরের অলরাউন্ডারকে কিনে ফেলেছিল তারা। বিতর্ক এতটাই বড় চেহারা নেয় যে, পঞ্জাব বিবৃতি দিতে বাধ্য হয়। ‘ভুল’ করে নেওয়া সেই ক্রিকেটারই এনে দিলেন সুখের জয়। শশাঙ্ক এখন ট্রেন্ডিংয়ে। ৩২ বছরের ক্রিকেটার ম্যাচ জেতানোর পর থেকেই পঞ্জাবকে আবার বিতর্কের সামনে পড়তে হয়েছে। টিমের মালকিন প্রীতি জিন্টা এ বার শশাঙ্ককে নিয়ে দিলেন বিবৃতি। কী বললেন তিনি?

প্রীতি গত রাতে হাজির ছিলেন মোতেরাতে। শশাঙ্কের সঙ্গে সেলফিও তুলেছেন। তিনি লিখেছেন, ‘আজকের রাতটা সেরা সময়, নিলামে যা ঘটেছিল, তা নিয়ে কথা বলা যায়। কঠিন পরিস্থিতিতে পড়লে অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, চাপে পড়ে যায়, হতাশ হয়ে পড়ে। কিন্তু শশাঙ্ক হয় না! ও অন্যদের মতো নয়। ও নিশ্চিত ভাবেই স্পেশাল। প্লেয়ার হিসেবে ওর স্কিলের জন্য নয়, ওর ইতিবাচক মনোভাবের জন্য। অতুলনীয় স্পিরিট ছেলেটার। ওকে ঘিরে যা যা বলা হয়েছে, ও সব মন্তব্য শুনেছে, রসিকতা যা যা করা হয়েছে, জানে। সে সবের বিরুদ্ধে চমৎকার ব্যাট করেছে। কখনওই ও কোনও কিছুর শিকার হয়নি।’

প্রীতি যাই বলুন না কেন, এতে বিতর্ক মোটেও কমবে না। শশাঙ্ক এই মরসুমে যত ভালো খেলবেন, তত পঞ্জাবকে নিয়ে প্রশ্ন উঠবে। তবে প্রীতি একটা কথা ঠিকই বলেছেন, শশাঙ্ক এ সব নিয়ে ভাবতে নারাজ। তিনি নিজের খেলাটাই খেলতে চান।