কলকাতা: আইপিএলে যে কটি দলের ক্যাবিনেটে এখনও ট্রফি ঢোকেনি তাদের মধ্যে একটি পঞ্জাব কিংস (Punjab Kings)। বছরের পর বছর ধরে দলটিতে খেলে এসেছে দেশ বিদেশের প্রথম সারির ক্রিকেটাররা। কিংস ইলেভেন পঞ্জাব থেকে নাম বদলে পঞ্জাব কিংস হয়েছে। ভাগ্য তাতেও বদলায়নি। চলতি বছরেও পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি খুব একটা ভালো অবস্থায় নেই (IPL 2023)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্জাব টিম রয়েছে পয়েন্ট টেবলের ষষ্ঠ স্থানে। আজ রবিবার মাঠে নামছে পঞ্জাব কিংস। রবিবাসরীয় ডবল হেডারে দিনের প্রথম ম্যাচে পঞ্জাবের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। দুই কিংসের লড়াইয়ের আগে এক অন্যরকম অভিজ্ঞতার কথা শুনিয়েছেন পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা (Preity Zinta)। ঘটনাটি আইপিএলের শুরুর দিকের। দলের ক্রিকেটারদের একটি অভ্যেস দেখে ভীষণ অবাক হয়েছিলেন প্রীতি। ছেলেরা আদতে কীরকম, সেদিনই তার প্রমাণ পেয়েছিলেন বীর জারার নায়িকা। কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন প্রীতি? তুলে ধরল TV9 Bangla Sports।
২০০৯ সালে আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সেইসময় পঞ্জাব কিংস ছিল কিংস ইলেভেন পঞ্জাব। দলে যুবরাজ সিং, ইরফান পাঠানদের মতো তারকা ক্রিকেটাররা। বিদেশের মাটিতে হোটেলে ভালো আলু পরোটা তৈরি করার লোক পাওয়া যাচ্ছিল না। পঞ্জাবি ক্রিকেটারদের আবার আলু পরোটা ছাড়া চলে না। আলু পরোটা খেতে না পাওয়ায় ক্রিকেটারদের হতাশার কথা পৌঁছায় পঞ্জাবের অন্যতম মালকিন প্রীতি জিন্টার কানে। প্রীতি তখন ক্রিকেটারদের বলেন, ‘আমি তোমাদের আলু পরোটা তৈরি করা শিখিয়ে দেব’। শুনে যুবরাজরা প্রীতিকে পাল্টা জিজ্ঞেস করেন, তিনি আলু পরোটা তৈরি করে দেবেন কি না। প্রীতি বলেছেন, ” আমি বলেছিলাম পরের ম্যাচ জিতলে তোমাদের পরোটা তৈরি করে খাওয়াব। পরের ম্যাচ আমরা জিতে যাই। তখন টিমের জন্য ১২০টা আলু পরোটা বানিয়ে খাইয়েছিলাম। তারপর আর পারিনি।”
ছেলেরা যে এতগুলো আলু পরোটা খেতে পারে তা ধারণাতেই ছিল না প্রীতির। আলু পরোটা তৈরি করতে গিয়ে হিমশিম খেয়েছিলেন মালকিন। প্রীতি জানান, এরপর আর কোনওদিন পঞ্জাবের ক্রিকেটারদের রান্না করে খাওয়াতে চাইবেন না। প্রীতির কথা শুনে হেসে গড়িয়ে পড়েন হরভজন সিং। তিনি বলেন, “সেদিন ইরফানই হয়তো ২০টা আলু পরোটা খেয়ে নিয়েছিল।”